26-02-2024, 02:24 AM
(25-02-2024, 11:21 PM)Henry Wrote: নিঃঝুম রাতে সকলে ঘুমঘোরে। লতা ফুঁসছে ভোরের অপেক্ষায়। আরেকজন জেগে আছে, মন তার সন্দিহান। পীযুষ মৈত্র অনেক কিছুই মেলাতে পারছে না। বাড়ি ফিরে সে শম্ভুকে দেখতে পায়। অথচ শম্ভু বলেছিল হাটে নাকি সভা আছে। শম্ভু আচমকা মিথ্যে বলল কেন? কেন এমন মাঝ নদী থেকে ফিরে এলো? রমার আর শম্ভুর সম্পর্কটা অত্যন্ত সাবলীল। রমাকে কেমন একটা অচেনাও ঠেকে আজকাল। দীর্ঘ দিনের অর্ধাঙ্গিনী যেন মাঝে মধ্যে মনে হয় অপরিচিতা! শম্ভু যে পীযুষকে একেবারেই পছন্দ করছে না সেটাও বুঝতে পারছে পীযুষ। সব মিলিয়ে অস্বস্তি, ধন্দ আর দ্বন্দ্ব তিনটিই কাটছে না তার।
চলবে।
অপূর্ব দোলাচলের ঢেউ উঠেছে