22-02-2024, 10:30 AM
(21-02-2024, 09:32 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: বুঝতে পারলাম না।লেখক কি আমাদের উপর রাগ করে তাড়াহুড়ো করে গল্পটা শেষ করলেন।যদি তা করে থাকেন তাহলে অনেক দুঃখ পাবো।গল্পে আরো অনেক কিছু আশা করেছিলাম।
আমরা পাঠকরা অনেক কিছু বলবো,অনেক আবদারও করবো।কিন্তু আপনি আপনার মতের বাহিরে গিয়ে লিখবেন না আশা করি।
পরবর্তী নতুন বড় গল্পের আশায়।
লাইক ও রেপু
-------------অধম
এর চেয়ে ভালো উপসংহার আর কি হতে পারে। রাগ করে কেন শেষ করবো। কেন এভাবে শেষ হলো, সেটা নিয়ে একটু বিস্তারিত লেখার ইচ্ছে আছে। পরে সময় করে লিখবো।
আমিও ভাবতাম, একজন লেখা শুরু করে, মাঝ রাস্তায় কেন ছেড়ে দেন? এখন নিজে লিখতে বসে বুঝতে পারছি, এক-আধটা খণ্ড দৃশ্য কল্পনা করে, একটুখানি লেখার পরে আর কল্পনাশক্তি কাজ করে না। তার জায়গায় অন্য একটি আলাদা খণ্ড দৃশ্য সামনে চলে আসে। তখন আগের গল্পটা অসমাপ্ত পড়ে থাকে।
আমার "বৃত্ত" গল্পটার কথাই ভাবুন। এতো বড় টাইম পিরিয়ড নিয়ে শুরু করেছি যে, শেষ করতে পারছি না। আবার নতুন করে লিখবো।