20-02-2024, 08:33 PM
বিদগ্ধ সমালোচকদের গঠনমূলক আলোচনা আমাকে সমৃদ্ধ করছে।
"জানুসন্ধি" শব্দের ব্যবহার নিয়ে অনেকের আপত্তি আছে বুঝতে পারছি। আমি শব্দটাকে 'উরুসন্ধি' করে দিতেই পারি। তাতে মূল গল্প একই থাকবে।
এই মুহূর্তে অবশ্য এটার কোন সংশোধন করছি না। কারণ, সংশোধন করে দিলে; এই অবধি যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো অর্থহীন হয়ে যাবে।
আগামীকাল রাতে আরেকটা পর্ব দিতে পারব আশা করছি।
সঙ্গে থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।