19-02-2024, 10:37 PM
(19-02-2024, 07:25 PM)vivekkarmakar Wrote: জানু = ঊরু প্রয়োগ বিরল এবং প্রচলিত অর্থ হাঁটু।
ব্যাকরণ মতে জানু জন্ ধাতু থেকে উৎপন্ন। জন্মের সঙ্গে ঊরুর যোগ আছে বৈকি।
বিরল প্রয়োগে খট্কা লাগা স্বাভাবিক। যেমনঃ সংহার শব্দ সম্-হৃ ধাতু প্রয়োগে তৈরি। হৃ অর্থাৎ হরণ। আমি আমার বন্ধুর বোনকে সংহার করে বিয়ে করলাম - বাক্যটি ব্যাকরণগত ঠিক হলেও, কেউ বুঝতে পারবে না, যে আমি ইলোপ করে বিয়ে করেছি।
দাদা, আপনার ব্যাকরণে তো অগাধ জ্ঞান। প্রাণাম নেবেন।
