19-02-2024, 10:34 PM
দাদা আপনার লেখা যথেষ্ট ভাল। তবে একজন বাংলাদেশি হিসেবে আমার মনে হয় কিছু তথ্য আপনাকে জানানো দরকার। আপনি তা আপনার গল্পে প্রোয়োগ করবেন কিনা তা সম্পুর্ন আপনার ইচ্ছা। প্রথমত আপনি বাংলাদেশিদের যে আঞ্চলিক ভাষা লিখেছেন এই ভাষাটির কোন অস্তিত্ব নেই। এটা শুনে মনে হচ্ছে শাধু ভাষাকে জোর করে আঞ্চলিক করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে এটা সত্য। কিন্তু কোন আঞ্চলিক ভাষার সাথে এই ভাষার মিল নেই। মুলত এটা বিভিন্ন আঞ্চলিক ভাষার থেকে কিছু কিছু শব্দ নিয়ে (যেমন করতাছি, খাইতাছি যাইতাছি) নিয়ে বানানো ভাষা। যেটা আসলে বাংলাদেশের কোন অঞ্চলের আঞ্চলিক ভাষাকে নির্দিষ্ট ভাবে প্রতিনিধিত্ব করতে পারে না। এই ভাষার বড় সমস্যা হলো পশ্চিম বংগের মানুষ একে বাংলাদেশের ভাষা বলে বুঝে নিলেও বাংলাদেশিরা বুঝতে পারে না এটা কোন অঞ্চলের ভাষা। তাই সাধারণ বাংলাদেশিরা এই ভাষার সাথে রিলেট করতে পারে না। এখন আশি দ্বিতীয় সমসসায়। বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বা নুন্যতম শিক্ষিত মানুষেরা সাধারণত এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানষের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে না। হ্যা কথায় আঞ্চলিক টান থাকে। তবে কথা স্বাভাবিক ভাষায় বলে। নাহলে এক অঞ্চলের মানষের কথা আরেক অঞ্চলের মানষের বুঝতে অসুবিধা হয়। এছারাও এক জনের বুলি আরেক জনের গালি হয়ে যায়। তবে নিজের অঞ্চলের মানষের সাথে আমরা ঠিকই আঞ্চলিক ভাষায় কথা বলি। এই ফোরামে অনেক বাংলাদেশের লেখক আছেন। আপনি তাদের লেখা থেকে এটা যাচাই করতে পারেন। পরিষেশে এটাই বলবো বাংলদেশি বুঝানোর জন্য আঞ্চলিক ভাষার তেমন প্রয়োজন নাই। বাংলাদেষি বললেই বুঝে নেয়া যায়। আপনার জন্য শুভ কামনা।