19-02-2024, 09:01 AM
(19-02-2024, 07:03 AM)Topuu Wrote: ধন্যবাদ ভাই। এডাল্ট সাইটের ভক্ত পাঠক রিয়েল লাইফে আদৌ কোনো কাজে আসে কিনা আমার জানা নাই। তাই পাঠক সংখ্যা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। এই ছদ্মনামের জনপ্রিয়তা দিয়ে কি হবে তাও আমার জানা নেই।আমি এখানে লেখা শুরু করেছিলাম নিজের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। যারা প্রকৃত পাঠক তাদের কথা মাথায় রেখে। তাই আমি আগে থেকেই জানতাম যে এই লেখার পাঠক কম হবে। তবে আমি যেটা বুঝতে চেয়েছিলাম তাহলো যারা গল্পটা অন্তত দুই পর্ব পড়বে, তাদের গল্প পড়ার আগ্রহ থাকে কিনা। নাকি ফালতু গল্প বলে এড়িয়ে যায়। এজন্যই রেগুলার পাঠকদের সাড়া দিতে বললাম।
আমি এই গল্পটা শেষ করে ইরোটিক গল্প আর লিখব না। এক্সপেরিমেন্ট যা করার তা এই এক গল্পেই করে ফেলব। সত্যি বলতে ব্যস্ততার মধ্যে ইরোটিক গল্প লিখলে রিগ্রেট লাগে। মনে হয় সময় নষ্ট করলাম। এর চেয়ে একটা বই পড়লেও কাজে লাগতো।
হয়তো পাঠকরা অফেন্ডেড হতে পারেন। তবে আমি যা ভাবি অনেস্টলি সেটাই বললাম। কারো খারাপ লাগলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি আসলে এই ইরোটিক গল্প লিখে কি হবে এই চিন্তা কখনো করি নি। একদিন হঠাত মনে হল যারা লেখে তাদের অনেকের থেকে ভাল লিখা সম্ভব চেষ্টা করলে সেখান থেকে শুরু। এরপর এই গল্প লিখে পাওয়া পাঠক দিয়ে বাস্তবে কি হবে সেটা আর ভাবি নি কখনো। এখন যদি সত্য বলি সেটা হল লিখতে ভাল লাগে তাই লিখি। এই লেখা থেকে অন্য কিছু অর্জনের ইচ্ছা এখনো নেই। হয়ত একটু বোকা বোকা উত্তর তবে আমার জন্য আসল ব্যাপার হল এই যে লিখছি সেটাই।