18-06-2019, 12:33 AM
দুদিন আগেই লেখা শেষ করেছিলাম। সাইটে আপলোড করতে পারছিলাম না। আজ অনেক কষ্টে পারলাম। সাইটটা ওভারলোডেড। এর ক্যাপাসিটি বাড়ানো দরকার। ডোনেশন দেয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা রিডারগণ এদিকটায় অবদান রাখতে পারেন। লেখকরা এখানে লিখেন মনের তাগিদে আর আপনাদের চাওয়ার তাগিদে। তাদের আর্থিক কোন লাভ নাই, বরং এখানে লিখে আমার পেশাগত লেখাতে মনোযোগ কমে যায়। এই পর্বে প্রাক্তন প্রেমিকার সাথে একটা রহস্যের ফাঁদ আনার চেষ্টা করেছি। আমার ধারনা সেটা ফাইভস্টার পাওয়ার যোগ্যতা রাখে। আমি সেটুকু লিখে খুব সেটিসফাইড। আপনাদের মতামত জানতে চাই। লিখবো ধীরে। সাইট ভালো হলে। নইলে আপডেট দেয়া সত্যি কষ্টকর হবে।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।