16-02-2024, 08:18 PM
খুবই সুন্দর লেখা। আশা করি, আমরা এক দারুণ একটা উপভোগ্য গল্প পেতে চলেছি। কিন্তু, একটাই ভয়, এখানে শিশুমৃত্যুর হার অনেক বেশী।
প্রথম পর্বের লেখায় যা সবচেয়ে চোখে লাগছে তা হলো, যথাযথ প্যারাগ্রাফের কম ব্যবহার। আশা করি, সামনের পর্বগুলোতে এই ব্যাপারটার দিকে আরো সজাগ দৃষ্টি রাখবে। তাহলে পড়ার অভিজ্ঞতাটা আরো সুখকর হয়ে ওঠে।
আশা করি, হারিয়ে যাবে না, এবং গল্পটিকে যথাযথভাবে শেষ করবে। শুভেচ্ছা রইলো। পরবর্তী পর্বের সাগ্রহে অপেক্ষা করছি।