14-02-2024, 05:54 PM
(12-02-2024, 10:59 PM)Topuu Wrote: আমি সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি৷ শুধু প্রশংসা বাক্যে লেখার ত্রুটি ধরা পড়ে না। তাই যারা সমালোচনা করবে তাদের মন্তব্যকে স্বাগত জানাই। তবে লেখার গতি নিয়ে আমার যেহেতু নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাই কোনটা গ্রহণ করব আর কোনটা করব না তা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। সমালোচনায় যদি ইতিবাচক কিছু খুঁজে পাই, তাহলে তা গ্রহণ করতে আমার আপত্তি নেই। আসল কথা হচ্ছে আপনারা গল্পটা এনজয় করছেন কিনা। গল্প ভালো লাগলে আপনাদের বৈচিত্র্যময় মতামত আপনারা অবশ্যই জানাবেন। আর গল্প যদি উপভোগ্য না হয়, তাহলে সেটাও বলবেন। অহেতুক আপনাদের টাইম নষ্ট করব না। লেখা ছেড়ে দেব।
এই গল্পের পাঠক এমনিতেই কম। সবাই শুধু ইনসেস্ট পড়তে চায় আমার ধারণা। অথবা রগরগে যৌন বর্ণনা সমৃদ্ধ গল্প। এই ধরনের থ্রেডে দেখি প্রচুর পাঠক। আর আমার দ্বারা ইনসেস্ট কিংবা ফালতু যৌন ফ্যান্টাসি লেখা সম্ভব না। তাই আপনারা যারা গল্পটা পড়ছেন, তাদের জন্যই নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। আপনারা যারা গল্পটা রেগুলার পড়ছেন, তারা অন্তত প্রত্যকে আপডেটের পর সাড়া দিয়ে যাবেন দুই এক বাক্যে হলেও। নাহলে মনে হবে আপনারা হয়তো গল্পটা ছেড়ে দিয়েছেন।
যাই হোক, আপনার মন্তব্য সব সময়ই উৎসাহব্যঞ্জক। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
গল্পটা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।তবে বেশিরভাগ পাঠক চুপচাপ পড়ে চলে যায় আর তার সাথে বড় সমস্যা হলো Guests member.