11-02-2024, 09:08 PM
(11-02-2024, 07:59 PM)roktim suvro Wrote: Xossipy তে ঢুকে যখন দেখি মানালি বাসুর নতুন কোন পোস্ট নেই তখন মনের ভেতর যেন কেমন অজানা ভয় কাজ করে। মনে হয় এই বুঝি লেখিকা আবার হারালেন, আর হয়তো পাবোনা এই অদ্ভুত সুন্দর গল্পটির আপডেট। তাই লেখিকার কারছে অনুরোধ আপডেট যদি নাও দেন অন্তত দু এক দিন পর পর হলেও হাই হ্যলো হলেও বলে যান। তাতে অন্তত পক্ষে হারাবার দু:চিন্তা আমার মতো পাঠকদের কমবে। আপনার জন্য শুভ কামনা।
ভাই আমিও আপনার সাথে একমত