10-02-2024, 06:41 AM
(This post was last modified: 13-02-2024, 06:53 AM by মাগিখোর. Edited 1 time in total. Edited 1 time in total.)
ভবিষ্যৎই জানে, ভবিষ্যতের গর্ভে কি আছে। মানুষ ভাগ্যের হাতের ক্রীড়নক।
✪✪✪✪✪✪
শনিবার দিন সকাল বেলা, বাড়িতে ব্রেকফাস্ট করে; সুকান্ত গেল শ্বশুর বাড়ি রমাকে নিয়ে আসার জন্য।
আগের দিনের তুলনায়, শাশুড়ির আদর; এক ঝটকায় যেন অনেকটাই বেড়ে গেছে। জামাইকে চর্ব্যচোষ্য না খাইয়ে ছাড়লেন না সুকান্তর শাশুড়ি।
বিকালবেলা, শ্বশুরবাড়িতে চা খেয়ে, সুকান্ত বউকে নিয়ে বাড়িতে এলো। রমার ব্যবহারেও কোনো রকম কোনো হেলদোল নেই। যেমন নিয়মমতো স্বাভাবিক ব্যবহার হয়, সেইরকম ব্যবহার। রমা সারা রাস্তায় গল্প করতে করতে এল। রমাকে দেখে বোঝা যাচ্ছে না; ওদের দুজনের মাঝখানে, এত বড় অশান্তির সৃষ্টি হয়ে আছে।
রাতের বেলা শুতে যাবার সময়, রমা, সুকান্তকে ডেকে বলল,
- দেখো, ব্যাপারটা তুমি আমি দুজনেই বুঝতে পেরেছি। সুতরাং, আমাকে এড়িয়ে যাবার জন্য; কাজের ভান করে তোমাকে জেগে থাকতে হবে না। এখন ফাইলপত্র গুটিয়ে রেখে; ভালো ছেলের মত বিছানায় এসে শুয়ে পড়ো। আমরা বিছানায় স্বামী-স্ত্রী নাও হতে পারি, কিন্তু ভালো বন্ধু তো হতেই পারি। ওই ব্যাপারটার দায়িত্ব যখন তোমার পরিবারের অন্য কোনো একজন নিচ্ছে; তখন তোমাকে আর অপরাধী অপরাধী মুখ করে, আমার সামনে ঘুরে বেড়াতে হবে না। … দেওয়ালের দিকে সরে শুয়ে, হাত বাড়িয়ে বিছানায় সুকান্তর জায়গাটা দেখিয়ে দিল রমা।
- বস্তুতপক্ষে, তোমার অযথা কুণ্ঠা বোধ করার কোন কারণ নেই।
ছ'মাস আগে, তোমার সঙ্গে আমার বিয়ের পরে; তুমি আমার স্বামী।
এখন যেমন আছো, আগামী দিনগুলোতেও তেমনই থাকবে। ভবিষ্যতে যে ব্যাপারটা ঘটতে যাচ্ছে, তারপরও তুমি আমার স্বামী থাকবে। তোমার সাথে আমার সম্পর্কের কোনরকম তারতম্য তৈরি হবে না। হ্যাঁ একটা জিনিস, যেটা তোমার কাছ থেকে পাওয়ার কথা ছিল; সেটা তুমি দিতে পারছ না। এখন তোমার বদলে তোমার পরিবারের অন্য কেউ সেই জিনিসটা আমাকে দেবে। ব্যাস! এইটুকুই!! এর বাইরে আর কিছু নেই। তোমার বাবা সম্পর্কে আমার শ্বশুর মশায়। শ্বশুর মশায়ই থাকবেন। অন্য কোন রকম সম্পর্কের হকদার, উনি বা আমি কেউ নই। পরিবারে আমাদের বাবা মেয়ের সম্পর্কটাই বিদ্যমান থাকবে বেশিরভাগ সময়ের জন্য।
সুকান্ত তবুও ইতস্তত করছে দেখে, রমা উঠে সুকান্তর হাত ধরে বিছানায় নিয়ে এসো বসালো। নিজের পাশে বসে বলল,
- দেখো, তোমার কোন একটা সমস্যার কারণে; তুমি আমার সঙ্গে ঠিক স্বামী-সুলভ ব্যবহার করতে পারছ না। তার জন্য, তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা, পাশাপাশি শুয়ে তো থাকতেই পারি।
তোমার যদি ইচ্ছে হয়, তুমি আমার শরীরে হাতও দিতে পারো। আমার আপত্তি করার কিছু নেই।
তোমার যদি বীর্যপাতও হয়ে যায়; তাতেও আমি কোন কিছু মনে করব না। তার কারণ, এই ছটা মাস যেভাবে কেটেছে, বাকি ছ'দিনও সেভাবেই কাটবে। আমার ব্যবস্থা তো তোমার পরিবার থেকে করেই ফেলেছে। এটা নিয়ে আর ভাবছিনা।
রমা নিজেই উদ্যোগ নিয়ে, সুকান্তকে পাশে শুইয়ে; সুকান্তর বুকের উপর, আঙ্গুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে; সুকান্তের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল।
রমার অকৃত্রিম ব্যবহারে, সুকান্ত নিজের মনের ভারসাম্য; অনেকটাই ফিরে পেল। পরের দিন যেরকম সাধারণভাবে কাটে, সেভাবেই কেটে গেল। সকালবেলা ব্রেকফাস্ট করে সুকান্ত বেরিয়ে গেল আড্ডা মারতে। দুপুরে এসে, খাওয়া দাওয়া করে ঘরে এসে বিশ্রাম নিতে লাগল। রমা, হাতের কাজ শেষ করে; বিছানায় সুকান্তের পাশে শুয়ে সুকান্তর শরীরের উপর একটা পা তুলে দিয়ে বিশ্রাম নিতে লাগলো। সুকান্তর শারীরিক প্রতিবন্ধকতা তাদের মেলামেশার মধ্যে কোন বাধা সৃষ্টি করল না।
সন্ধ্যা বেলা সুকান্ত আড্ডা মারতে বেরিয়ে যাওয়ার পর, রমা শাশুড়ির ঘরে এসে শাশুড়িকে জিজ্ঞেস করল,
- তুমি যে ঘরে থাকবে, এই ব্যাপারটাতে বাবা কি রাজি হয়েছে?
- রাজি কি হতে চায়? আমি অনেক কষ্টে রাজি করিয়েছি।
- বাবার বিছানায় যখন আমাকে শুতেই হবে। তখন আর দেরি করে দরকার নেই। কাল থেকেই ব্যাপারটা শুরু করে দাও। রাতে কিছু করার দরকার নেই। দুপুরে বাবা যখন খেতে আসবে, তখন বিশ্রাম নেওয়ার সময় এটা হতে পারবে। আমি রাতে তোমার ছেলের কাছেই শোবো। তোমার ছেলের সঙ্গে একটা এডজাস্টমেন্ট আমি করে নিয়েছি। আমরা দুজনেই মেনে নিয়েছি এটাই আমাদের ভবিতব্য। পাশাপাশি, তোমার ছেলেকে আমি এটাও বুঝিয়েছি; বাবার সাথে যৌনতার ব্যাপারটুকু বাদ দিয়ে; তোমার ছেলের সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে। আমার যা কিছু প্রয়োজন আমি তোমার ছেলের কাছেই চাইবো। এই দুদিনে আমি ওকে অনেকটাই স্বাভাবিক করতে পেরেছি।
ভবিতব্যকে মেনে নেওয়ার রমার এই অকৃত্রিম প্রচেষ্টা; অতসীকে অনেকটাই আনন্দিত করলো।
রমেন বাবুর শারীর সুখের সঙ্গী হতে না পারলেও; অতসী নিজেকে ভাগ্যবতী মনে করল, যে এতদিনে রমেনবাবুর উপযুক্ত একটা সঙ্গিনী সে যোগাড় করতে পেরেছে।
শুভস্য শীঘ্রম। সোমবার দুপুরেই, রমার প্রকৃত বাসর অতসী সাজিয়ে দেবে। এটাই মনে মনে ঠিক করল।
পরদিন সকালবেলা পাশের বাড়ির ছেলেটাকে দিয়ে দুটো গোড়ের মালা আর কিছু ফুল আনিয়ে নিল অতসী। ভাবতে গেলে আজকেই রমার সঠিক ফুলশয্যা। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে রমেন বাবুকে নিজের ঘরে পাঠিয়ে, রমাকে নিয়ে সাজাতে বসল অতসী।
বেনারসি পরানোর দিকে যায়নি। নতুন লাল শাড়ি সুন্দর করে পরিয়ে; কপালে সামান্য একটু চন্দন দিয়ে বসিয়ে রেখে; অতসী চললো রমেন বাবুকে ধরে আনতে।
রমেন বাবুর ধমকের ভয়ে, অতসী; নতুন পোশাক কিছু বার করেনি রমেন বাবুর জন্য। লুঙ্গির বদলে, একটা পায়জামা, আর নতুন গেঞ্জি পরিয়ে; রমার ঘরে নিয়ে এলো অতসী। দুজনকেই উদ্দেশ্য করে অতসী বলল,
- তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তোমরা দুজনেই জানো; এই ঘরে তোমরা কেন এসেছ। আমি চাইবো, ব্যাপারটার মধ্যে যেন কোন রকম সমস্যা তৈরি না হয়। রমার আজকে ফুলশয্যা। কি চাইবো, আমার মেয়েটার যেন কোন কষ্ট না হয়। সেটা দেখার দায়িত্ব তোমার। এই মালা এনে রেখেছি, তোমরা এখন নিজেরা মালা বদল করবে।
একটা মালা রমার গলায় পরিয়ে আরেকটা রমেন বাবুর হাতে দিয়ে অতসী বলল,
- এই মালাটা, তুমি আমার মেয়ের গলায় পরিয়ে দাও। আজ থেকে আমার মেয়ের শারীরিক সুখের দায়িত্ব তোমার।
আমি চাইবো, তুমি শরীর এবং মনে আমার মেয়েকে পুরোপুরি নারী করে তুলবে।
যে সুখ, আমি তোমাকে দিতে পারিনি; আমার মেয়ে তোমাকে সেই সুখ দেবে; এটাই আমার কামনা।
✪✪✪✪✪✪
Time stamp 06:40\\10/02/2024
16,505