09-02-2024, 02:49 PM
(07-02-2024, 11:47 PM)Henry Wrote: পরিকল্পিত ভাবেই জঠরে নেবে শম্ভুর ঔরস। উর্বরা দিনগুলিতে নিষিক্ত করবে তার ডিম্বাণু। রমা দৃঢ়চেতা রমণী। ছেলের জীবন দানের বিনিময়ে শম্ভুকে এই উপহার সে দেবে।
বাপ-ছেলে ঘুমিয়ে ছিল এতক্ষণ। রমার মনে অস্বস্তি। পীযুষ আর পিকলুর দিকে তাকালে নিজেকে অসতী মনে হয়। বড্ড যন্ত্রনা হয়, আবার শম্ভুর দোচালার সংসার যেন মায়াময়। এখানে সে নিজে হাতে গুছিয়ে নিতে পারে হাভাতে সংসার। গুটি গুটি পায়ে হাঁটবে শম্ভুর ঔরসজাত শিশু। লেক টাউনের মত রাজস্থানী পাথরের মেঝে নয়, মাটির দালানে বেড়ে উঠবে শম্ভুর মত। দুস্টুমির ফাঁকে রমার কোলে চুকচুক করে দুধ খাবে সে শিশু। রমার মত ফর্সা নয়, বাপের মত হবে তার গায়ের রং। যদি তাই হয়, লোকে কি বলবে? পীযুষ এবং সে দুজনেই ফর্সা, গৌরবর্ণা বাপ-মায়ের এমন কালো শিশু! রমা গ্যাস স্টোভে রান্না করতে করতে নানা স্বপ্নালু কথায় বিভোর। ওর মুখে মৃদু হাসির অস্পষ্ট রেখা। পীযুষ বললে---হাসছ কেন?
---কই না তো! চমকে উঠল রমা।
+++++
অনবদ্য!!!