08-02-2024, 09:07 PM
(08-02-2024, 07:42 PM)Joy1990 Wrote: গল্পটা ভালোই চলছে। লাইক ও দিলাম। কিন্ত মাগিখোর মহাশয় আমার কিছু বক্তব্য আছে। আপনি এই পর্যন্ত প্রায় গোটা 15-16 টি গল্প লিখেছেন এই ফোরামে। আপনার গল্প লেখার স্টাইল অন্যান্য
লেখকের থেকে বেশ আলাদা শব্দ চয়ন ও বেশ ভাল, কিন্ত অধিকাংশ গল্পই শেষ না করে নতুন আর একটা গল্প শুরু করে দেন। এই বিষয়টি নিয়েই আমার আপত্তি ( যদিও পাঠকের আপত্তি আপনি পাত্তা দেবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার)। আমার মনে হয় আগের টা অসমাপ্ত রেখে প্রতি সপ্তাহে একটা করে নতুন গল্প লেখার থেকে পূর্বের গল্পটা সমাপ্ত করলে সেটা ভাল হয়। লাইক রেপু সবাই দেবে। এই ফোরামে আমি লেখক না হলেও পাঠক হিসাবে অনেক দিন আছি আর এই রকম অসমাপ্ত গল্পের লেখকদের হারিয়ে যেতেও দেখেছি। তাই একজন পাঠক হিসাবে আমার অনুরোধ পুরানো গল্প গুলো শেষ না করে নতুন গল্প লেখা বন্ধ করুন এতে ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়।
সবশেষে বলি একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন, লেখকের নয়।
এত যত্ন করে, আমার গল্পগুলো পড়ার জন্য; অসংখ্য ধন্যবাদ। পুরনো গল্পগুলো মোটামুটি সবকটাই শেষ করা আছে।
রতনের কারিশমা গল্পে বাগান বিলাস পর্ব টা শেষ করা হয়নি।
আরেকটা শেষ না করা গল্প বৌদির সংসারে।
দুটো গল্পের প্রতি অবিচার করা হচ্ছে বুঝতে পারছি। তবে নতুন লেখক হিসেবে একটু ক্ষমা ঘেন্না করে নেবেন।
বৃত্ত গল্পটা পেন্ডিং রেখেছি। ওটাকে একদম নতুন করে লিখতে হবে। তবে নিশ্চয়ই লিখব সময় বার করে।
তবে কথা দিচ্ছি; শরীর যদি দেয়, আমি লেখা বন্ধ করব না। তবে সত্তরোর্দ্ধ বৃদ্ধ, বেকার মানুষ, বুঝতেই পারছেন।
আশা করি সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।