07-02-2024, 07:54 PM
(01-02-2024, 06:10 AM)মাগিখোর Wrote: - না। তোর বাবা এখনো রাজি হয়নি। তবে, আমাকে এইটুকু অনুমতি দিয়েছে; তোকে এই প্রস্তাবটা দেওয়ার। তুই রাজি থাকলে, আমি রমাকে পুরো ব্যাপারটা জানাবো। তোদের মতামত জানার পরেই; তোর বাবা এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তবে আমি জানি, আমার কথা তোর বাবা কোনদিন ফেলতে পারেনি। এখনো পারবে না। এখন, এই সমস্ত জিনিসটা সীমাবদ্ধ, তোর মতামত আর রমার মতামতের উপর।
- কিন্তু মা, এই ঘটনাটা যদি ঘটে; আমি রমার সামনে মুখ দেখাবো কি করে? এক বাড়িতে থাকবোই বা কিভাবে?
- দেখ সুকু, ব্যাপারটা অহেতুক জটিল না করলেই হল। তোর আর রমার; যে সম্পর্কটা থাকার কথা, বাহ্যিকভাবে সেই সম্পর্কটাই বজায় থাকবে।
অতসীর চিন্তা একটু বোকাটে। বুড়ো রমেন বাবুকে রমা পছন্দ হবে কেন? সুকান্তর ভাই কিংবা দাদা হলে না হয় একটা কথা ছিল। বুড়োদের এমনিতেই আজকালকার তরুণীরা একটু হীন চোখেই দেখে। এমনকি স্বামী পাঁচ বছরের বড় হলেও নাক সিঁটকোয়। ওদের সমান সমান বয়স চাই।
অতসী তার চেয়ে সুকান্তকে যৌনকর্মে নিজে উদ্যোগী হয়ে ভাল করে শিক্ষা দিক। মায়ের শিক্ষায় ঘোড়া দৌড়বে। লিঙ্গ শিথিলতা মানসিক। সেই মানসিক প্রতিবন্ধকতা সরাতেই মায়ের মত কেউ পারবে না।