06-02-2024, 11:01 PM
(06-02-2024, 01:18 PM)adnan.shuvo29 Wrote: দুর্দান্ত লেখা।
রবিন হচ্ছে মাসুদ রানার মতো চরিত্র। সবাইকে কাছে টানবে, কিন্তু জড়াবে না। তার কোনও সিরিয়াস প্রেম না হওয়াই ভালো। আর হলেও, বহুমুখী প্রেমের চরিত্রের পরিবর্তন না হওয়াই ভালো।
প্লটের বিস্তারের অনেক সুযোগ আছে। লেখা চলতে থাকুক।
এটা আমার ব্যাক্তিগত অভিমত। লেখক তার আপন কল্পনার স্বাধীনতা নিয়ে লিখবেন, সেটাই স্বাভাবিক।
আমি পাঠক অপেক্ষায় থাকলাম।
মাসুদ রানা প্লেবয় হলেও তারও কিন্তু সোহানা আছে। গল্পের মোড় কখন কিভাবে চেঞ্জ হয় আমি নিজেও জানি না। গল্প একবার দাঁড়িয়ে গেলে তা নিজের গতিতে চলতে থাকে। দেখা যাক কি হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।