06-02-2024, 10:55 PM
(06-02-2024, 03:11 AM)সমাপ্তি Wrote: এই গল্পটা আমি প্রথম থেকেই ফলো করছি।
আপনার লেখা দেখে মনে হয়না আপনি কোন নতুন লেখক।
অসাধারণ লেখার মান।
একজন পাঠক হিসেবে বলছি
এই লেখাটা এই ফোরামের সেরা ১০ টা গল্পর মধ্যে পরবে আপনি জদি এই গল্পটাকে নিয়মিত আপডেট দিয়ে লেখার এই ধারাবাহিকতা ধরে রাখতে পাড়েন।
এই ফোরামে বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় লেখক,, কাদের ভাই,, হেনরি দাদা,,
আগে ছিল অনেকে, কিন্তু তারা সকলেই হারিয়ে গেছে,, কামদেব কে দেখা জায়না,, জুপিটার ১০ সে এখানে এখন আর আসেনা,, বাবান দাদার নতুন কোন লেখা পাচ্ছি না,, পিনুরাম ভাইয়ের দেখা নাই,, নির্জন আহমেদ ভাইতো দুইটা গল্প অসমাপ্ত রেখে উধাও। এরা সকলেই তুমুল জনপ্রিয় লেখক আশাকরি আপনিও এদের থেকে কম জাবেন না চেষ্টা চালিয়ে জান পাঠক হিসেবে সাথে আছি।
নতুন আপডেটের অপেক্ষায়। তবে ভাই আপডেট একটু দূরত দিবেন তানাহলে পাড়ার প্রবনতা হারিয়ে জায়। আর লেখকদের ও আলসেমিতে ঘিরে ধরে। ধন্যবাদ লেখক সাহেব।
ধন্যবাদ ভাই। আপনার কমেন্ট পড়তে ভালো লাগে। ইরোটিক সাহিত্যের একনিষ্ঠ পাঠক আপনি আপনার মন্তব্যে বোঝা যায়। আমি সেই তুলনায় কমই ইরোটিক লিটারেচার পড়েছি বলা যায়। এর মধ্যে শুধু পিনুরাম দাদার দুটো উপন্যাস পড়েছি। আর এখন কাদের ভাইয়ের অঘটন গল্পটা পড়ছি। এছাড়া টুকটাক ছোট গল্প পড়েছি। ইরোটিক ধারার বেশিরভাগ লেখাই পড়ার মতো না। অন্তত আমার রুচির সাথে মেলে না আরকি। ওগুলোকে গল্প না বলে যৌন ফ্যান্টাসি বলা যায়। আমি চেয়েছি এমন একটা গল্প লিখতে, যেখানে গল্পই প্রধান, যৌনতা অনুসঙ্গ মাত্র। এই ধরনের গল্পের পাঠক কম আমি জানি। তবুও লিখলে এভাবেই লিখতে চাই। ভালো থাকবেন। ভালোবাসা নিবেন।