05-02-2024, 12:18 PM
(05-02-2024, 12:13 AM)Manali Basu Wrote: এই বিষয়ে আমি আপনার সাথে একমত যে গল্পে অতিরিক্ত চরিত্র include করলে গল্প বেলাইন হয়ে যেতে পারে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো ব্যাপার। আমিও প্রথমে চেয়েছিলাম গল্পটাতে রাজীবকে antagonist হিসেবে কেন্দ্র করেই গড়তে। তারপর নদী দিয়ে জল যত প্রবাহিত হতে লাগলো, গল্পের ধারাও ততো বাঁক নিতে লাগলো। গল্পে সুচরিতার থাকাটা জরুরি ছিল, নাহলে অনুরিমাকে ডাক্তার রাজীব অবধি কে নিয়ে যেত ? সুচরিতাকে introduce করার ফলে সুচরিতার জীবন সম্পর্কে জানাটাও জরুরি ছিল, কেন সুচরিতা একটু অন্যরকম মানসিকতার। ফলে সুচরিতার প্রাক্তন স্বামী আদিত্যর আগমণ ঘটলো গল্পে। আদিত্য যখন ঝোঁকের মাথায় ভুল করে বসলো , তখন গল্পের protagonist অর্থাৎ মুখ্যচরিত্রা অনুরিমা স্বয়ংসম্পূর্ণা হলো , এবং নিজেই নিজের সমস্যার সমাধানের চেষ্টা করতে শুরু করলো। আসলে ঘটনাচক্রে আদিত্যর সাথে অনুরিমার মিলন একটু তাড়াতাড়ি হয়েগেছে।
সর্বশেষে একটা কথাই বলবো , এরকম গঠনমূলক সমালোচনা একজন লেখিকার ওর তার গল্পের জন্য অতিঅবশ্যই জরুরি। লেখিকার একটা দায়িত্ব আছে পাঠকদের প্রতি। তাই পাঠকদের ভালো মন্দ সবরকমের ফিডব্যাক তাকে সমানভাবে গ্রহণ করতে হবে। তাই আমি একটুও মাইন্ড করিনি আপনার কথায়। বরং আমার ভালো লেগেছে আপনি স্পষ্ট কথা স্পষ্টভাবে রেখেছেন। আপনার উপদেশ আমার মাথায় থাকবে।
আর আপনি কোনো ভুল করেননি আমার সমালোচনা করে। .....
ধন্যবাদ দিদি