Thread Rating:
  • 28 Vote(s) - 3.39 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL তমালের উত্থান
#36

— এই আমি বেরোচ্ছি। ফেরার পথে শোভাদিকে নিয়ে আসবো।
তাড়াহুড়ো করে বেরেচ্ছিল তমাল। তার দোকানে কিছুক্ষণ পরে পৌঁছালেও চলবে কিন্তু শোভা কে কলেজে ঠিক সময় মত পৌঁছে দিতে হবে। আজকাল শোভার অসুস্থতার দোহাই দেখিয়ে তমাল তাকে বাইকে করে নিজের বাড়ি নিয়ে আসে আবার রনিতকে পড়ানো শেষ হলে শোভা কে তার বাড়িতে পৌঁছেও দেয়। সুলেখাকে তমাল বলেছে শারীরিক অসুস্থতার কারণে শোভা রনিতকে পড়ানো ছেড়ে দিতে পারে তাই সে এমনটা করছে। সুলেখা আপত্তি করেনি। কিন্তু সুলেখার অগোচরে তমাল শোভাকে কলেজেও নিয়ে যায়, নিয়েও আসে। এতে অবশ্য তার নিজস্ব ফায়দাও আছে। শোভা কলেজ থেকে ফেরার পর তাকে নিয়ে বেশ খানিকক্ষণ শরীরী খেলায় মেতে ওঠে তমাল। শোভাও তমালকে আজকাল বিশেষ বাধা দেয় না। একরকম সে নিজেকে সমর্পণই করেছে তমালের কাছে। আর সেই সমর্পিত শরীরের নরম আবেশে শক্ত হয়ে, তমাল আঘাতের পর আঘাত হানায় শোভার অভ্যন্তরে। শোভার কামার্ত চিৎকার তমালের পৌরষত্বের আস্ফালনকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। তাই গোটা দিন এই মুহূর্তটার জন্যই তমাল অপেক্ষা করে থাকে।
— কি ব্যাপার আজকাল এত তাড়াতাড়ি বেরোচ্ছে?
হঠাৎই প্রশ্নটা ছুড়ে দেয় সুলেখা।
— আরে তাড়াতাড়ি না বেরোলে...
কথাটা বলতে গিয়েও গিলে নেয় তমাল।
—কি হলো চুপ করে গেলে কেন? সত্যি কথাটা বলো! তুমি আজকাল শোভাদিকে কলেজেও নিয়ে যাচ্ছো। ওর প্রতি তোমার দরদ দিন দিন তো একেবারে উথলে উঠছে!
— ওরকম কোন ব্যাপারই না। উনি অসুস্থ তাই একটু হেল্প করছি।
—শোনো আমি কচি খুকি নই। তুমি কি ভেবেছো আমাকে না জানিয়ে তুমি পার পেয়ে যাবে। বুড়ো বয়সে তোমার এসব কি ভীমরতি হচ্ছে? এতদিনের সংসার ছেড়ে বউ ফেলে এসব কি শুরু করেছটা কি! আর এই ভদ্রমহিলাকে তো আমি ভালো ভাবতাম. তলে তলে উনি এরকম জানা ছিল না তো! আমি আজই ওনাকে আসতে বারণ করে দেব। উনার সাথে আর যোগাযোগ রাখার দরকার নেই তোমার। আর রেখেই বা কি করবে আসল কাজ তো তোমার দিয়ে হয় না।
শেষের কথাটা বলে একটা বাঁকা হাসি হাসলো সুলেখা। আর তাতেই তমালের মাথায় ধক করে আগুন জ্বলে উঠলো। নিজে মাগী এতদিন ফস্টিনস্টি করে এসেছে, আর আমার উপর খবরদারি করছে!
—তুমি কিচ্ছু বলবে না শোভাদিকে।
গর্জে উঠল তোমার
—যেটা যেমন চলছে সেটাকে ঠিক তেমনি চলতে দাও। তুমি এতদিন কি করেছ আমি সব জানি। বেশি খবরদারি করলে সোজা রনিতের ডিএনএ টেস্ট করাব। তুমি কত বড় সতী সাবিত্রী তখন সব পরিষ্কার হয়ে যাবে। তার থেকে বরং তুমি তোমার মত জীবন উপভোগ করো, আমাকে আমার মত করতে দাও।
—আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমি থাকতে অন্য কারো সাথে কিভাবে সম্পর্কে জড়াতে পারো!
— ঠিক যেভাবে তুমি জড়িয়েছো। তুমি আমার বিবাহিত কম লোকের ব্যবহৃত বেশি। তোমাকে ছুঁতেও আমার ঘেন্না করে। আমার সমস্যার সময়ে আমার পাশে না থেকে তুমি বাইরে ফুর্তি করে বেরিয়েছ। তাই আমাকেও আজ নিজেরটা বুঝে নিতে হয়েছে। তুমি শোভাদির ব্যাপারটা নিয়ে বেশি খোঁচাখুঁচি করো না। এই আমি শেষবারের মতো বলে দিলাম।
কথাগুলো এক নিঃশ্বাসে বলে তমাল সোজা ঘর থেকে বেরিয়ে গেল ।

[+] 10 users Like NILEEM's post
Like Reply


Messages In This Thread
তমালের উত্থান - by NILEEM - 13-03-2023, 03:20 PM
RE: তমালের উত্থান - by NILEEM - 04-02-2024, 11:45 PM



Users browsing this thread: 1 Guest(s)