03-02-2024, 03:00 AM
(This post was last modified: 03-02-2024, 03:00 AM by বয়স্ক মহিলা প্রেমী. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব :১৩
রাখির কথা মতো সব শাড়ি গুলো দেখতে লাগলো নায়নী। সব শাড়ি দেখার শেষ করে নায়নী ডিসিশন নিলো ও কালো কালারের শাড়ি পড়বে। যেই কথা সেই কাজ কালো কালারের শাড়ীর সাথে কালো কালারের ব্লাউজ পড়লো। গলায় একটা কালো কালারের চেইন পড়লো। নায়নী নিজের ঠোঁটে ডার্ক শেডের মেরুন কালারের লিপস্টিক দিলো। নায়নী সাজতে ভালোবাসলেও অনেক দিন হলো সাজে না। লাস্ট কবে নায়নী সেজে ছিলো সেটাও মনে নেই, কিন্তু আজকে নিজেকে আয়নায় দেখে চিনতে কষ্ট হচ্ছে। নায়নী ইচ্ছে করলে নিজের পেটটা হালকা বের করে পড়তে পারতো, কিন্তু ওর অসস্তির জন্য পড়লো না। এইভাবেই যাবে আজকে। আকর্ষ যখন ওকে দেখবে, তখন ওর মুখের কি রিঅ্যাকশন হবে? সেটা দেখার অপেক্ষা মাত্র। রেডি হওয়ার কিছুক্ষন পরেই এসএমএস আসলো আকর্ষ দাঁড়িয়ে আছে নায়নীর ঘরের সামনে, নায়নী জানালা দিয়ে তাকিয়ে দেখলো। আকর্ষ বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু একি আকর্ষও যে কালো কালারের শার্ট পড়ে এসেছে আর প্যান্টও কালো, আকর্ষ কি জানতো আজকে নায়নী কালো পড়বে? এর উত্তর খুঁজে পেলো না। একবার ভাবলো শাড়ীটা চেঞ্জ করবে, কিন্তু না এখন শাড়ী চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে আর একটা মানুষ এতো দূর থেকে এসে ওর জন্য বসে থাকবে এইটা চাই না। তাই যেভাবে আছে ঐভাবেই বেরিয়ে পড়লো।
আকর্ষ ঘরের সামনে এসেছে বেশিক্ষন হয়নি। নায়নী আসছে, বলেছে। আকর্ষ মনে করেছিল নায়নী যাবে না, কিন্তু নায়নী না করেনি আর চুপ থাকা সম্মতির লক্ষণ। তাই আকর্ষ আজকে এখানে। আকর্ষ রাস্তায় বাইক সাইড করে ফোন ঘাটছিলো। এমন সময় একজন নারী তার সামনে এসেছে হাজির। আকর্ষ মাথায় নিচে থেকে ওপরে উঠিয়ে দেখে এটা আর কেও না এইটা নায়নী। কালো শাড়ি কালো গলার চেইন, ঠোঁটে লিপস্টিক চোখে কাজল, নায়নীকে এই রূপে কখনো দেখেনি আকর্ষ। কি সুন্দর চোখ, যেখানে অন্য মেয়েরা শাড়ি পড়ে নিজের পেট বের করে সেখানে নায়নী অনেক মার্জিত ভাবে শাড়ি পড়েছে। ওকে দেখে বুঝার উপায় নেই যে ও ৩৫ বছরের একটি মেয়ে। আকর্ষ হা করে নায়নীকে দেখছে, এমনভাবে দেখছে মনে হয় জীবনে মেয়ে দেখেনি, আর কি ছেলেরা বাবা চোখের পলক ফেলছে না। নায়নীর লজ্জা আর একটু অস্বস্তি লাগতে লাগলো। তাই একটা হালকা করে কাঁশি দিলো। আকর্ষ এর ধ্যান ভাঙলো নায়নীর কাশির শব্দ শুনে, আকর্ষ বুঝতে পারলো হ্যাংলার মতন নায়নীকে হা করে দেখছিলো। তাই তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করলো। আর বললো,
"খুব সুন্দর লাগছে।"
এই বলে বাইকে বসে বাইক স্টার্ট করল আকর্ষ। নায়নী এসেছে আকর্ষের পিছনে বসলো। আকর্ষ বললো,
"ধরে বসুন নাহলে পড়ে যাবেন।"
নায়নীর একটু অসস্তি হচ্ছিলো। কিন্তু কিছু করার নেই তাই আকর্ষের কাঁধে হাত রেখে ধরে বসলো নায়নী। আকর্ষ আর নায়নীকে এইভাবে দেখলেই যে কেও বলবে ওরা না হয় স্বামী স্ত্রী আর না হলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আকর্ষের আজকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এতো সুন্দর কেও ওর পিছনে বসে আছে আর ওকে ধরে আছে। আকর্ষ আজকে ৭তম আকাশে উড়ছে। আকর্ষ নায়নীকে নিয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আকর্ষ ভিক্টোরিয়াটে যাওয়ার আগে একটা ফুলের দোকানে থামলো। নায়নী এতক্ষন চুপ ছিলো, কিন্তু এই ফুলের দোকানে থামলো দেখে বললো,
"এখানে থামলে যে?"
"একটু দাঁড়ান আমি আসছি।"
এই বলে দোকানের ভেতর চলে গেলো। আর কিচ্ছুক্ষন পরেই একটা বেলিফুলের মালা নিয়ে আসলো। নায়নী বড্ডো অবাক হলো এই বেলি ফুলের মালা দিয়ে কি করবে। আকর্ষ এসে নায়নীকে বললো, "এইটা রাখুন।"
"কি হবে এইটা দিয়ে?"
"সময় হলেই জানতে পারবেন ওকে।"
নায়নী আর কিছু বললো না। আকর্ষ নায়নীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলো। নায়নী একটু অবাক হলো কারণ ও শুনেছে। ভিক্টোরিয়াতে শুধু কাপলরা আসে আকর্ষ ওকে এইখানে নিয়ে আসলো কেন?
আকর্ষ নায়নীকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করলো। ভেতরে গিয়ে দেখলো সব কাপল। কেও বসে আড্ডা দিচ্ছে। কেও বসে নিজের ভালোবাসার মানুষের সাথে হাতে হাত রেখে কথা বলছে কেও একটু দূরে বসে নিজের সঙ্গীনির ঠোঁটে নিজেকে ডুবিয়ে ফেলেছে, আবার কেও কেও নিজের সঙ্গীনির বক্ষ যুগল মর্দনে ব্যস্ত। নায়নীর এই সব দেখে একটু অস্বস্তি হচ্ছিলো, নায়নীর মাথায় একটা কথা বার বার ঘুরছিলো আকর্ষ নায়নীকে এইখানে আনলো কেন? সেটার উত্তর পায়নি।
আকর্ষ নায়নীকে নিয়ে সুন্দর একটা জায়গায় বসলো। বসার পর নায়নী বললো,
"আমাকে এখানে নিয়ে এলে যে, শুনেছি যে এখানে তো সবাই নিজেদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে আসে।"
আকর্ষ এই কথায় হেসে দিলো আর বললো,
"কেন আমি কি আমার বন্ধুকে নিয়ে আসতে পারি না?"
"নাহ সেটা না।"
"এখন একটু সামনের দিকে ঘুরে বসুন তো।"
"কেন?"
"আপনি অনেক প্রশ্ন করেন। একটু ঘুরে বসুন না।"
নায়নী আর কিছু বললো না। আকর্ষের দিকে ঘুরে বসলো, আর নায়নীর কাছে থেকে বেলিফুলের মালা নিলো আর সেটা নায়নীর চুলের খোঁপায় পরিয়ে দিতে লাগলো। আকর্ষ নায়নীর চুলের খোঁপায় বেলি ফুলের মালা সুন্দর করে পরিয়ে দিলো আর নিজের ফোন বের করে বললো,
"এইভাবেই থাকুন নড়াচড়া করবেন না।"
নায়নী তাই করলো। আকর্ষ নিজের ফোন বের করে সুন্দর কয়েকটা সুন্দর ছবি তুললো আর বললো দেখুন তো কেমন হয়েছে?
নায়নী ফোনটা হাতে নিয়ে ছবি গুলো দেখলো।
আর বললো।
{কি বললো জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন }
চলবে
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।