02-02-2024, 04:04 PM
প্রারম্ভিকা: গল্পের শুরু হয়েছিল আজ থেকে আরো এক দশক আগে।এইগল্প আমার নিজের।এই গল্প এক পরাজিত মানুষের জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষের।আকড়ে ধরে বাঁচতে চাওয়া মানুষে।একদিকে নিস্বার্থ প্রেম আর অন্যদিকে কামনা লালসার যৌনতার যুদ্ধের গল্প।কাউকে ধরে বেঁচে থাকার গল্প।যে গল্পে হারজিতের এক অসম্ভব খেলা এগিয়ে যাবার গল্প।গল্পটা সত্য।স্থান কাল পাত্র সবাই জীবিত শুধু নামগুলো পালটে যাবে।যেমন পালটে গিয়েছে ক্ষুদ্র এক ঘটনার দ্বারা আমার জীবনের গতিপথ।এইগল্পের শেষ নেই শুরু নেই।আছে হাজারবছর ধরে বয়ে চলা যৌনতার প্রাচীন খেলা।কোন নায়ক নেই নায়িকা বেই আছে শুধু মানুষ।আছে অপেক্ষা,ভালোবাসা,কামনা,উদারতা, নীচতা সবই রয়েছে এই জীবনে,আছে প্রাপ্তি আর অপ্রাপ্তির বৈশাদৃশ।গল্পের শুরু হয় ২০১০ এ।আমার জীবনের গতিপথ বলদে দেয়া ভুলের শুরু তখন হতেই।সেই ভুল,সেই স্মৃতি আজো তাড়িয়ে বেড়াচ্ছা আমায়।