01-02-2024, 03:50 PM
(This post was last modified: 02-02-2024, 06:31 AM by মাগিখোর. Edited 4 times in total. Edited 4 times in total.)
রমার গর্ভসঞ্চার হয়ে গেলে, ধীরে ধীরে সবটাই কমে আসবে। কারণ, তখন রমা নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তোকে মনে রাখতে হবে,
রমার গর্ভে যে সন্তান আসবে; বাহ্যিক সমাজে, সে তোর সন্তান বলে পরিচিত হলেও, সে কিন্তু তোর ভাই। সে ক্ষেত্রে, তাকে মানুষ করার ব্যাপারে; তোর মতামতের চাইতে, তোর বাবার এবং রমার মতামতই প্রাধান্য পাবে।
এখন তুই এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাক। দুপুরে খাওয়া দাওয়া কর, আবার এটা নিয়ে আলোচনা করবো আমরা।
ছেলের ঘর থেকে বেরিয়ে সংসারের অন্যান্য কাজ করতে চলে গেল অতসী। খাবার আগে অবধি, আকাশ পাতাল চিন্তা করল সুকান্ত। কিছুতেই ভেবে কিছু ঠিক করতে পারছে না!
শ্বশুর বাড়িতেই বা কি বলা হবে? নানান প্রশ্নের জবাব খুঁজে চলেছে সুকান্ত।
দুর্ভাবনাগ্রস্ত সুকান্ত, খেয়েদেয়ে এসে বিছানায় শুয়ে; একই কথা চিন্তা করতে লাগলো। অতসী, আঁচলে হাত মুছতে মুছতে এসে জিজ্ঞেস করল,
- খোকা ঘুমিয়ে পড়লি নাকি?
- না ঘুমোইনি। তুমি এসো।
- আমি যেটা বললাম, সেটা নিয়ে কিছু ভাবলি?
- কি ভাববো মা? আমার মাথায় কিছু আসছে না!
- অত কিছু ভাবার তো দরকার নেই। এখন সম্পর্কটা যে রকম স্বাভাবিকভাবে আছে, সেভাবেই থাকবে। বাহ্যিক জগতে কোন পরিবর্তন হবে না। এবার, ঘরের ভিতরে তোর আর রমার সম্পর্কটা যেভাবে আছে; সেটা কিন্তু এখন ঠিক স্বাভাবিক নয়।
- রমার বাপের বাড়িতে কি বলা হবে?
- রমা যদি রাজি হয়ে যায়, তাহলে, কিছুই জানানো হবে না। রাজি না হলে, ডিভোর্সের কারণ হিসেবে, তোর ব্যাপারে, সব কিছুই খুলে বলতে হবে।
- আমি আর কিছু ভাবতে পারছি না মা। তুমি যা ভালো বোঝ কর। নিজে ডিসিশন নিতে গিয়ে, একবার ভুল করেছি। এখন আমি আর কোন ডিসিশন নিতে চাইছি না। ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছি। তোমার যদি মনে হয়, এটা করা ঠিক হবে; তাহলে এটাই কর। দেখো রমা রাজি হয় কিনা? তারপর, বাবাকে রাজি করাতে হবে। তোমার যেটা ঠিক মনে হবে, তুমি সেটাই কর।
রাত্রে শুয়ে শুয়ে, রমেনবাবুকে সবকিছু খুলে বলল অতসী। সুকু যে রাজি হয়েছে, সেটাও জানালো রমেন বাবুকে। চিন্তিত মুখে রমেন বাবু অতসীকে বললেন,
- দেখো অতসী, তোমার ছেলে না হয় তার নিজের অপদার্থতা ঢাকার জন্য, লোক লজ্জার হাত থেকে বাঁচার জন্য; রাজি হবার কথা বলেছে। কিন্তু, সত্যি সত্যিই কি আন্তরিকভাবে রাজি হতে পারবে? নিজের বিয়ে করা স্ত্রী, রাত্রিবেলা তার বাবার বিছানায় গিয়ে উঠবে; সত্যি সত্যিই কি এটা মেনে নেওয়া ওর পক্ষে সম্ভব? রমার গর্ভের সন্তানকে, যদি ও নিজের সন্তান মনে না করে; নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে? তখন কি হবে?
- সেক্ষেত্রে, আইনত তোমার সম্পত্তির দুটো ভাগ হবে। এক ভাগ সুকান্তর; এক ভাগ রমার গর্ভের সন্তানের।
দোকানের ভাগ দেব না। তার কারণ সুকান্ত দোকান চালাতে পারবে না। তোমাকে ডিভোর্স করে, আমি রমাকে তোমার বিবাহিত স্ত্রীর মর্যাদা দিয়ে দেব। এবার রমার সংসারে, রমা যদি আমাকে রাখে; তাহলে থাকবো। অন্যথায়, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব।
- তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে?
- পারব কিনা জানিনা? এই সংসারে থাকবো কিনা, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা তখন রমার।
যদি ভবিষ্যতে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়; সেটা নিয়ে তখন ভাববো। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যাবে। এক্ষুনি, এটা নিয়ে এত ঘাবড়াবার দরকার নেই। তোমরা বেরিয়ে যাবার পরে, আমি কালকে রমাকে বাড়িতে ডাকব।
আগে রমার মনোভাবটা পুরোপুরি বুঝে নিই। তারপর তোমার সঙ্গে এটা নিয়ে কথা যাবে।
সকালবেলা ঘুম থেকে উঠেই, রমাকে ফোন করে এ বাড়িতে আসতে বলল অতসী। জামাকাপড় নিয়ে আসার দরকার নেই। ন'টা নাগাদ আসলেই হবে। দুপুর বেলা, এখানে খাওয়া-দাওয়া করে; বিকাল বেলা ফিরে যাবে।
ন'টার সময় কলিং বেল বাজতে, রমার হাত ধরে নিজের ঘরে নিয়ে এসে বসালো অতসী। তার আগে, সদর দরজা ভালোভাবে বন্ধ করে দিয়েছে। বিছানায় পাশাপাশি বসে, শাশুড়ি বউ দুজনে আলাপ করতে শুরু করল।
- দেখ রমা, দুদিন ধরে অনেক ভেবে; সমাধানের একটা রাস্তা খুঁজে পেয়েছি আমি। এখন তোর মতামত থাকলে, আমরা ব্যাপারটা নিয়ে এগোতে পারি।
রমার গর্ভে যে সন্তান আসবে; বাহ্যিক সমাজে, সে তোর সন্তান বলে পরিচিত হলেও, সে কিন্তু তোর ভাই। সে ক্ষেত্রে, তাকে মানুষ করার ব্যাপারে; তোর মতামতের চাইতে, তোর বাবার এবং রমার মতামতই প্রাধান্য পাবে।
এখন তুই এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাক। দুপুরে খাওয়া দাওয়া কর, আবার এটা নিয়ে আলোচনা করবো আমরা।
✪✪✪✪✪✪
ছেলের ঘর থেকে বেরিয়ে সংসারের অন্যান্য কাজ করতে চলে গেল অতসী। খাবার আগে অবধি, আকাশ পাতাল চিন্তা করল সুকান্ত। কিছুতেই ভেবে কিছু ঠিক করতে পারছে না!
মা যেটা বলে গেল, সেটা কি সম্ভব? রমা কি ভাববে? রাজি হবে কি?
শ্বশুর বাড়িতেই বা কি বলা হবে? নানান প্রশ্নের জবাব খুঁজে চলেছে সুকান্ত।
দুর্ভাবনাগ্রস্ত সুকান্ত, খেয়েদেয়ে এসে বিছানায় শুয়ে; একই কথা চিন্তা করতে লাগলো। অতসী, আঁচলে হাত মুছতে মুছতে এসে জিজ্ঞেস করল,
- খোকা ঘুমিয়ে পড়লি নাকি?
- না ঘুমোইনি। তুমি এসো।
- আমি যেটা বললাম, সেটা নিয়ে কিছু ভাবলি?
- কি ভাববো মা? আমার মাথায় কিছু আসছে না!
- অত কিছু ভাবার তো দরকার নেই। এখন সম্পর্কটা যে রকম স্বাভাবিকভাবে আছে, সেভাবেই থাকবে। বাহ্যিক জগতে কোন পরিবর্তন হবে না। এবার, ঘরের ভিতরে তোর আর রমার সম্পর্কটা যেভাবে আছে; সেটা কিন্তু এখন ঠিক স্বাভাবিক নয়।
দিনের চব্বিশ ঘন্টার থেকে, রাত্রের সময়টুকু; রমা ওর শ্বশুরকে দেবে। কারণ, ওই সময়টাতে রমার যেটা প্রয়োজন; সেটা তুই মেটাতে পারছিস না।
- রমার বাপের বাড়িতে কি বলা হবে?
- রমা যদি রাজি হয়ে যায়, তাহলে, কিছুই জানানো হবে না। রাজি না হলে, ডিভোর্সের কারণ হিসেবে, তোর ব্যাপারে, সব কিছুই খুলে বলতে হবে।
তবে আমার ধারণা, ছ'মাস ধরে রমা যখন বাড়িতে কিছু বলেনি; আমাদের ওপর ওর একটা মায়া পড়ে গেছে। সে কারণেই রমা ইতস্তত করলেও মেনে নেবে।
- আমি আর কিছু ভাবতে পারছি না মা। তুমি যা ভালো বোঝ কর। নিজে ডিসিশন নিতে গিয়ে, একবার ভুল করেছি। এখন আমি আর কোন ডিসিশন নিতে চাইছি না। ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছি। তোমার যদি মনে হয়, এটা করা ঠিক হবে; তাহলে এটাই কর। দেখো রমা রাজি হয় কিনা? তারপর, বাবাকে রাজি করাতে হবে। তোমার যেটা ঠিক মনে হবে, তুমি সেটাই কর।
✪✪✪✪✪✪
রাত্রে শুয়ে শুয়ে, রমেনবাবুকে সবকিছু খুলে বলল অতসী। সুকু যে রাজি হয়েছে, সেটাও জানালো রমেন বাবুকে। চিন্তিত মুখে রমেন বাবু অতসীকে বললেন,
- দেখো অতসী, তোমার ছেলে না হয় তার নিজের অপদার্থতা ঢাকার জন্য, লোক লজ্জার হাত থেকে বাঁচার জন্য; রাজি হবার কথা বলেছে। কিন্তু, সত্যি সত্যিই কি আন্তরিকভাবে রাজি হতে পারবে? নিজের বিয়ে করা স্ত্রী, রাত্রিবেলা তার বাবার বিছানায় গিয়ে উঠবে; সত্যি সত্যিই কি এটা মেনে নেওয়া ওর পক্ষে সম্ভব? রমার গর্ভের সন্তানকে, যদি ও নিজের সন্তান মনে না করে; নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে? তখন কি হবে?
- সেক্ষেত্রে, আইনত তোমার সম্পত্তির দুটো ভাগ হবে। এক ভাগ সুকান্তর; এক ভাগ রমার গর্ভের সন্তানের।
আমি মা হয়ে বলছি, সুকান্তর ভাগের টাকা সুকান্তকে দিয়ে; এই সংসার থেকে সুকান্তকে সরিয়ে দেবো।
দোকানের ভাগ দেব না। তার কারণ সুকান্ত দোকান চালাতে পারবে না। তোমাকে ডিভোর্স করে, আমি রমাকে তোমার বিবাহিত স্ত্রীর মর্যাদা দিয়ে দেব। এবার রমার সংসারে, রমা যদি আমাকে রাখে; তাহলে থাকবো। অন্যথায়, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব।
- তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে?
- পারব কিনা জানিনা? এই সংসারে থাকবো কিনা, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতা তখন রমার।
এই মুহূর্তে এতো চিন্তা করার দরকার নেই। এখনকার, এই সমস্যার সমাধানটা করা হোক।
যদি ভবিষ্যতে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়; সেটা নিয়ে তখন ভাববো। কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যাবে। এক্ষুনি, এটা নিয়ে এত ঘাবড়াবার দরকার নেই। তোমরা বেরিয়ে যাবার পরে, আমি কালকে রমাকে বাড়িতে ডাকব।
তোমার দুপুরে খেতে আসার দরকার নেই। তুমি একটা বেলা, বাইরে কোথাও খেয়ে চালিয়ে নেবে। রমার সাথে কথা বলার মাঝখানে, তোমার উপস্থিতি আমি চাই না।
আগে রমার মনোভাবটা পুরোপুরি বুঝে নিই। তারপর তোমার সঙ্গে এটা নিয়ে কথা যাবে।
সকালবেলা ঘুম থেকে উঠেই, রমাকে ফোন করে এ বাড়িতে আসতে বলল অতসী। জামাকাপড় নিয়ে আসার দরকার নেই। ন'টা নাগাদ আসলেই হবে। দুপুর বেলা, এখানে খাওয়া-দাওয়া করে; বিকাল বেলা ফিরে যাবে।
ন'টার সময় কলিং বেল বাজতে, রমার হাত ধরে নিজের ঘরে নিয়ে এসে বসালো অতসী। তার আগে, সদর দরজা ভালোভাবে বন্ধ করে দিয়েছে। বিছানায় পাশাপাশি বসে, শাশুড়ি বউ দুজনে আলাপ করতে শুরু করল।
- দেখ রমা, দুদিন ধরে অনেক ভেবে; সমাধানের একটা রাস্তা খুঁজে পেয়েছি আমি। এখন তোর মতামত থাকলে, আমরা ব্যাপারটা নিয়ে এগোতে পারি।
সপ্রশ্ন দৃষ্টিতে অতসীর মুখের দিকে তাকিয়ে থাকে রমা।
✪✪✪✪✪✪
Time stamp 15:50\\01/02/2024
3278