31-01-2024, 05:57 AM
(This post was last modified: 01-02-2024, 06:13 AM by মাগিখোর. Edited 1 time in total. Edited 1 time in total.)
নিজের ঘরে গিয়ে, মাথার নিচে দু হাত দিয়ে চিৎ হয়ে শুয়ে রইলো অতসী। আকাশ পাতাল ভেবেও, কোন কূলকিনারা খুঁজে পাচ্ছে না। ছেলেটার এই অবস্থা, সেটা একটা চিন্তা। ওদিকে বৌমার কথা ভাবতে হচ্ছে। কাঁচা বয়স মেয়েটার, শরীরের জ্বালায় যদি কিছু ভুল করে ফেলে? পরিবারের সম্মানহানি হবে। মেয়েটাও বিপদে পড়তে পারে।
সুকুর বাবাকে রাতে বলবো! কিন্তু, ওই বা কি করবে? এই সমস্যার সমাধান হবে কি করে? চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল অতসী।
রাতে, বিছানায় শুয়ে শুয়ে; নিজের স্বামীর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো অতসী।
- কপাল দেখো! তোমার শরীরের জন্য আমি বঞ্চিত। আবার আমার ছেলের শরীরের জন্য, কাঁচা বয়সের মেয়েটাও বঞ্চিত। সবই ভগবানের মার! কি আর করা যাবে? এখন বৌমা যদি ডিভোর্স চায়, অসম্মানের সীমা পরিসীমা থাকবে না। সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না।আবার আমাদের সম্মানের কথা মাথায় রেখে, রমাই বা বঞ্চিত থাকবে কেন? আর ওর বাবা-মাও কেন চাইবে, মেয়ে সারা জীবন অসুখী হয়ে কাটাক।
রমেন বাবুর কথা শুনে, বিদ্যুৎ চমকের মতো একটা কথা; উদয় হলো অতসীর মাথায়। একটা পা রমেন বাবুর শরীরে তুলে দিয়ে; মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল,
- আমার মাথায় হঠাৎ একটা কথা এলো। তুমি যদি রাগ না করো, তাহলে বলবো।
- কি কথা?
- আগে কথা দাও, তুমি পুরোটা শুনবে। কিন্তু, রাগ করতে পারবে না। কথাটা, প্রথমে শুনতে হয়তো খারাপ লাগবে। কিন্তু, আমার মতে এটাই সমুচিত সমাধান।
- কি এমন কথা? এত ভনিতা করছ কেন?
- না! আগে কথা দাও রাগ করবে না!
- আচ্ছা বাবা। রাগ করবো না, তুমি বলো।
রমেনকে আষ্টেপৃষ্টে আঁকড়ে জড়িয়ে ধরে, বুকের মধ্যে মুখ লুকিয়ে,
- কি বলছ কি অতসী? এটা কি করে হয়? রমা আমার মেয়ের মত! তার সঙ্গে ……
- তুমি না বলো না গো, আমি তো তোমাকে বলছি; এত বছর ধরে, তুমি কষ্ট করছ। আমি যদি তোমার সুখের একটু ব্যবস্থা করতে পারি; তুমি তাতে আপত্তি করছো কেন? আর রমার শরীরের জ্বালাও তো মিটে যাবে। পরিবারের বাইরে কেউ জানতেও পারবেনা। রমার বাপের বাড়িতেও জানানোর দরকার নেই। সেটা আমি রমাকে বুঝিয়ে বলে দেবো। সুকুর কথা ভেবো না। একটা পুরুষত্বহীন ছেলে, ঢোড়া সাপ; তার আবার কি বলার আছে? এটাই তার পক্ষে যথেষ্ট, যে তার সম্মানহানি হচ্ছে না। সে যে পুরুষত্বহীন, সেটা বাইরের লোকে জানতে পারবে না। তুমি আর বাধা দিও না। আমার কথাটা শুনে রাজি হয়ে যাও লক্ষীটি।
- না অতসী, এটা কোনভাবেই সম্ভব নয়। — অতসীকে, শরীরের থেকে ঠেলে সরিয়ে; উঠে বসলেন রমেন বাবু।
- কেন সম্ভব না? আমি তো বলছি তোমাকে! সুকান্তের কথা চিন্তা করো না। আর রমাকে আমি ঠিক বুঝিয়ে বলবো; দুটো পরিবারের সম্মান রাখার জন্য, এইটুকু ত্যাগ রমাকে করতে হবে। কেউ কিছুই জানতে পারবে না। সবদিক ঠিকঠাক ভাবে মিলে যাবে। দুটো পরিবারের সম্মান বজায় রাখার, এর চেয়ে ভালো সমাধান; আর কিছু হয় না। আর রমার বাপের বাড়িতে কিছুই জানানোর দরকার নেই। যেটুকু জানার, আমরা চারজনই জানবো। এর বাইরে, কেউ কিছু জানবে না।
- তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছো অতসী! এরপরে, রমা যদি নিজের অধিকার দাবি করে, তখন কি করবে?
- অধিকার? কোন অধিকারের কথা বলছ? তোমার শরীরের অধিকার তো ভগবান, অনেক আগেই আমার থেকে কেড়ে নিয়েছে! রইল পড়ে সম্পত্তির অধিকার? রমা আমার একমাত্র ছেলের বউ; তোমার সুত্রেই হোক বা ছেলের সুত্রেই হোক; আমাদের সম্পত্তির পরবর্তী মালিক রমার সন্তান। সে যার ঔরসজাতই হোক না কেন। আর সামাজিকভাবে, ছেলের বাপ হওয়ার জন্য; পাড়া-প্রতিবেশীর কাছে, সুকান্তর সম্মান হানিও হবে না। সুকান্তকে রাজি করানো কোন ব্যাপার না। তুমি রাজি থাকলে, আমি রমাকেও রাজি করিয়ে ফেলবো। তুমি আর আপত্তি করো না। লক্ষ্মীটি আমার মুখ চেয়ে রাজি হয়ে যাও। নিজেকে খুব ছোট মনে হয় তোমার কাছে। এই ব্যাপারটা ঘটলে, আমার মনে হয়; নিজের কাছে আর নিজেকে, জবাবদিহি করতে হবে না।
- ভবিষ্যতে রমা যদি আমার বিবাহিত স্ত্রীর মর্যাদা চায়, তখন কি করবে?
- চাইবে না। তবে যদি চায়; আমি ছেড়ে দেবো আমার দাবি। রমার পেটে যদি সন্তান আসে; সে-ই এই সম্পত্তির মালিক। সেটা আমার সপত্নীজাত হোক বা নাতি/নাতনি। আমার কোনও কিছুতেই আপত্তি নেই। কিন্তু, আমি যেটা বলছি, তাতে অনেকগুলো উদ্দেশ্য সিদ্ধ হবে। প্রথমত, তোমার কষ্টের সুরাহা হবে। দ্বিতীয়ত, রমা তার যৌবন জ্বালা থেকে মুক্তি পাবে। সারা জীবন বাঁজা অথবা ঘর ভাঙানি মেয়ে এই বদনাম বয়ে বেড়াতে হবে না। তৃতীয়ত, সুকু সে নপুংসক, সেটা, এই দুনিয়ায় কেউ জানতে পারবে না। এর পরে-ও আমাদের দুটি পরিবার; সামাজিকভাবে মাথা উঁচু করে বাঁচবে।
অতসীকে, রমেনবাবু এতটাই ভালোবাসেন; আজ অবধি, অতসীর কোনও কথায় না বলেননি। আজও বলতে পারলেন না। নিমরাজি হলেন। তাঁর শেষ কথা, তুমি যা ভালো বোঝো করো। ভবিষ্যতে কোনও সমস্যা এলে তার মোকাবিলা করতে হবে। কি আর করা যাবে।
'কি করা যায়! ঠাকুর আমাকে রাস্তা দেখাও।
আমি আর কিছুই বুঝতে পারছি না।'
সুকুর বাবাকে রাতে বলবো! কিন্তু, ওই বা কি করবে? এই সমস্যার সমাধান হবে কি করে? চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল অতসী।
✪✪✪✪✪✪
রাতে, বিছানায় শুয়ে শুয়ে; নিজের স্বামীর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করলো অতসী।
ঈশ্বরের নির্দেশ; সব সময় যে দৈববাণীরূপে আসে, তা কিন্তু নয়।
মানুষের মুখেই কোন কোন সময়,
ঈশ্বরের নির্দেশ নেবে আসে অযাচিতভাবে।
- কপাল দেখো! তোমার শরীরের জন্য আমি বঞ্চিত। আবার আমার ছেলের শরীরের জন্য, কাঁচা বয়সের মেয়েটাও বঞ্চিত। সবই ভগবানের মার! কি আর করা যাবে? এখন বৌমা যদি ডিভোর্স চায়, অসম্মানের সীমা পরিসীমা থাকবে না। সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না।আবার আমাদের সম্মানের কথা মাথায় রেখে, রমাই বা বঞ্চিত থাকবে কেন? আর ওর বাবা-মাও কেন চাইবে, মেয়ে সারা জীবন অসুখী হয়ে কাটাক।
রমেন বাবুর কথা শুনে, বিদ্যুৎ চমকের মতো একটা কথা; উদয় হলো অতসীর মাথায়। একটা পা রমেন বাবুর শরীরে তুলে দিয়ে; মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল,
- আমার মাথায় হঠাৎ একটা কথা এলো। তুমি যদি রাগ না করো, তাহলে বলবো।
- কি কথা?
- আগে কথা দাও, তুমি পুরোটা শুনবে। কিন্তু, রাগ করতে পারবে না। কথাটা, প্রথমে শুনতে হয়তো খারাপ লাগবে। কিন্তু, আমার মতে এটাই সমুচিত সমাধান।
- কি এমন কথা? এত ভনিতা করছ কেন?
- না! আগে কথা দাও রাগ করবে না!
- আচ্ছা বাবা। রাগ করবো না, তুমি বলো।
রমেনকে আষ্টেপৃষ্টে আঁকড়ে জড়িয়ে ধরে, বুকের মধ্যে মুখ লুকিয়ে,
রমেনকে আষ্টেপৃষ্টে আঁকড়ে জড়িয়ে ধরে, বুকের মধ্যে মুখ লুকিয়ে, দৃঢ অথচ মৃদু কাটাকাটা স্বরে বলতে শুরু করল অতসী,
- আমার জন্য, তুমি দীর্ঘদিন বিছানার সুখ থেকে বঞ্চিত। আবার রমা বঞ্চিত, আমার ছেলের জন্য। এখন, তোমাদের দুজনকে যদি মিলিয়ে দেওয়া যায়; তাহলে দুজনেরই শরীরের আকাঙ্ক্ষা মিটে যায়। পরিবারের কথাটা পরিবারের মধ্যেই থাকবে। সামাজিক অসম্মানের কোন ভয় থাকবে না। আর রমার গর্ভে, যদি তোমার সন্তান আসে; সে এই পরিবারেরই সন্তান হবে। অবশ্য, তোমার পিতৃ পরিচয় সে পাবে না। বাহ্যিক জগতে সুকুর সন্তান বলেই পরিচয় পাবে। সুকুকে মানিয়ে নেবার দায়িত্ব আমার। সুকুর জন্য চিন্তা করো না। তুমি আমাকে বল, তুমি এটা নিয়ে কি ভাববে?
- কি বলছ কি অতসী? এটা কি করে হয়? রমা আমার মেয়ের মত! তার সঙ্গে ……
- তুমি না বলো না গো, আমি তো তোমাকে বলছি; এত বছর ধরে, তুমি কষ্ট করছ। আমি যদি তোমার সুখের একটু ব্যবস্থা করতে পারি; তুমি তাতে আপত্তি করছো কেন? আর রমার শরীরের জ্বালাও তো মিটে যাবে। পরিবারের বাইরে কেউ জানতেও পারবেনা। রমার বাপের বাড়িতেও জানানোর দরকার নেই। সেটা আমি রমাকে বুঝিয়ে বলে দেবো। সুকুর কথা ভেবো না। একটা পুরুষত্বহীন ছেলে, ঢোড়া সাপ; তার আবার কি বলার আছে? এটাই তার পক্ষে যথেষ্ট, যে তার সম্মানহানি হচ্ছে না। সে যে পুরুষত্বহীন, সেটা বাইরের লোকে জানতে পারবে না। তুমি আর বাধা দিও না। আমার কথাটা শুনে রাজি হয়ে যাও লক্ষীটি।
- না অতসী, এটা কোনভাবেই সম্ভব নয়। — অতসীকে, শরীরের থেকে ঠেলে সরিয়ে; উঠে বসলেন রমেন বাবু।
- কেন সম্ভব না? আমি তো বলছি তোমাকে! সুকান্তের কথা চিন্তা করো না। আর রমাকে আমি ঠিক বুঝিয়ে বলবো; দুটো পরিবারের সম্মান রাখার জন্য, এইটুকু ত্যাগ রমাকে করতে হবে। কেউ কিছুই জানতে পারবে না। সবদিক ঠিকঠাক ভাবে মিলে যাবে। দুটো পরিবারের সম্মান বজায় রাখার, এর চেয়ে ভালো সমাধান; আর কিছু হয় না। আর রমার বাপের বাড়িতে কিছুই জানানোর দরকার নেই। যেটুকু জানার, আমরা চারজনই জানবো। এর বাইরে, কেউ কিছু জানবে না।
- তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছো অতসী! এরপরে, রমা যদি নিজের অধিকার দাবি করে, তখন কি করবে?
- অধিকার? কোন অধিকারের কথা বলছ? তোমার শরীরের অধিকার তো ভগবান, অনেক আগেই আমার থেকে কেড়ে নিয়েছে! রইল পড়ে সম্পত্তির অধিকার? রমা আমার একমাত্র ছেলের বউ; তোমার সুত্রেই হোক বা ছেলের সুত্রেই হোক; আমাদের সম্পত্তির পরবর্তী মালিক রমার সন্তান। সে যার ঔরসজাতই হোক না কেন। আর সামাজিকভাবে, ছেলের বাপ হওয়ার জন্য; পাড়া-প্রতিবেশীর কাছে, সুকান্তর সম্মান হানিও হবে না। সুকান্তকে রাজি করানো কোন ব্যাপার না। তুমি রাজি থাকলে, আমি রমাকেও রাজি করিয়ে ফেলবো। তুমি আর আপত্তি করো না। লক্ষ্মীটি আমার মুখ চেয়ে রাজি হয়ে যাও। নিজেকে খুব ছোট মনে হয় তোমার কাছে। এই ব্যাপারটা ঘটলে, আমার মনে হয়; নিজের কাছে আর নিজেকে, জবাবদিহি করতে হবে না।
- ভবিষ্যতে রমা যদি আমার বিবাহিত স্ত্রীর মর্যাদা চায়, তখন কি করবে?
- চাইবে না। তবে যদি চায়; আমি ছেড়ে দেবো আমার দাবি। রমার পেটে যদি সন্তান আসে; সে-ই এই সম্পত্তির মালিক। সেটা আমার সপত্নীজাত হোক বা নাতি/নাতনি। আমার কোনও কিছুতেই আপত্তি নেই। কিন্তু, আমি যেটা বলছি, তাতে অনেকগুলো উদ্দেশ্য সিদ্ধ হবে। প্রথমত, তোমার কষ্টের সুরাহা হবে। দ্বিতীয়ত, রমা তার যৌবন জ্বালা থেকে মুক্তি পাবে। সারা জীবন বাঁজা অথবা ঘর ভাঙানি মেয়ে এই বদনাম বয়ে বেড়াতে হবে না। তৃতীয়ত, সুকু সে নপুংসক, সেটা, এই দুনিয়ায় কেউ জানতে পারবে না। এর পরে-ও আমাদের দুটি পরিবার; সামাজিকভাবে মাথা উঁচু করে বাঁচবে।
অতসীকে, রমেনবাবু এতটাই ভালোবাসেন; আজ অবধি, অতসীর কোনও কথায় না বলেননি। আজও বলতে পারলেন না। নিমরাজি হলেন। তাঁর শেষ কথা, তুমি যা ভালো বোঝো করো। ভবিষ্যতে কোনও সমস্যা এলে তার মোকাবিলা করতে হবে। কি আর করা যাবে।
✪✪✪✪✪✪
Time stamp 05:55\\31/01/2024
1282