31-01-2024, 03:20 AM
পর্ব ২৫
নতুন মানুষের আগমন ?
কাকোল্ড ফ্যান্টাসি নিয়ে এবার রিসার্চ করতে শুরু করলো অনুরিমা। একজন পুরুষ বিশেষ করে একজন স্বামী কিভাবে কাকোল্ড-এ পরিণত হয়, সে কি কি চায় এই ফ্যান্টাসি থেকে, পরবর্তী ক্ষেত্রে দাম্পত্য জীবনে এর কি প্রভাব পড়ে সব নিয়ে রীতিমত গবেষণা করতে লাগলো। সে খুঁজে পেলো একটি শব্দ, "Bull ", অর্থাৎ সেই ব্যক্তি যে কাকোল্ড হাসবেন্ডের স্ত্রীকে তার সামনেই সম্ভোগ করে, এবং হাসবেন্ডকে হিউমিলিয়েট করে। আর সেই হাসবেন্ড তাতে আনন্দও পায় !
সবটা বুঝে অনুরিমা সিদ্ধান্ত নিলো যে, সে এবার একটা Bull এর খোঁজ করবে ! আদিত্য বা রাজীব, কাউকেই সে আর bother করবে না। কারণ সবটা গোপনে রাখতে চায় সে, যাতে কাক পক্ষীতেও টের না পায়। তবে কি অনুরিমা অবশেষে মেনে নিলো সমীরের ফ্যান্টাসিটা কে? সমীরকে ঠিক করতে গিয়ে কি সে এক চরম বিপদ ডেকে আনতে যাচ্ছিলো ? সত্যি কি সে একা সবকিছু সামলাতে পারবে ? সে যে এসব ব্যাপারে বড্ড বেশি অনভিজ্ঞ !
তাও সে এই অগ্নিপরীক্ষাটা দেবে বলেই সিদ্ধান্ত নিলো। অনলাইনে খোঁজ করতে লাগলো একটা বেটার সাইট, যেখানে সে Bull এর খোঁজ পাবে। একটি ডেটিং সাইট পেলো। সাহস করে সেখানে নিজের অ্যাকাউন্ট ওপেন করলো। শুরু হলো খোঁজ। কয়েকজনের সাথে কথাবার্তা চলতে লাগলো। প্রথমেই সে নিজের কাহিনীর পসাড় মেলে ধরেনি। আগে একজন বিশস্ত কাউকে পাবে, তারপর ধীরে ধীরে নিজেকে আনফোল্ড করবে, তার আগে নৈব নৈব চঃ! আর এর মধ্যে সমীরের কান্ডকারখানাও সমান ভাবে বিদ্যমান ছিল, যা অনুরিমাকে ঠেলে দিচ্ছিলো মৃত্যুর দিকে , নৈতিকতার মৃত্যুর দিকে। প্রায় প্রতিরাতে সমীরের এরকম স্লিপ অফ টাং হচ্ছিলো, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো সমীর নিজেকে অন্য কারোর জায়গায় কল্পনা করে নিজের স্ত্রীয়ের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছে। অনুরিমা এবিষয়ে রিয়েক্ট করা বন্ধ করে দিয়েছিলো। জানতো, বলে আর কোনো লাভ হবেনা। বারবার সমীর তাকে মিথ্যে আশ্বাস দেবে যে সে নিজেকে শুধরে নেবে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাবেনা। তাই অনুরিমা চুপচাপ সবকিছু সহ্য করে নিতে লাগলো। আর সমীর ভাবলো অনুরিমা এতে used to হয়ে গ্যাছে।
অনুরিমা অনলাইনে মনের মতো কাউকে পাচ্ছিলো না যাকে সে বিশ্বাস করে সবকথা বলতে পারবে এবং নিজের কাজে লাগাতে পারবে। সবাই মেয়ে দেখে সুযোগ বুঝে শুধু flirt করছিলো। তাই অনুরিমা সেই সাইটে পেইড সাবস্ক্রিপশন নিলো, প্রিমিয়াম মেম্বারশিপ, যাতে এই কাজের জন্য সে কোনো অথেন্টিক ও পেশাদার কাউকে পেতে পারে। অবশেষে সে একজনকে খুঁজে পেলো, যার user id তে নাম ছিল Bull_7387 , bio তে লেখা ছিল Always at your service .. সাহস করে অনুরিমা add request পাঠালো। কিছুক্ষণ বাদে accept এও হয়েগেলো। শুরু হলো কথা বার্তা। প্রথম দিকে অনুরিমা ছদ্মনাম-ই নিয়েছিলো, user id ছিলো Sweet_Girl_Jinia , bio তে লেখা ছিল Searching for Love .. যেহেতু লোকটার নামেই ছিল Bull, তাই কথা বলার purpose টা দু'পক্ষের কাছেই খুব cliear ছিল প্রথম থেকে। শুধু অপেক্ষা ছিল কে প্রথম কথাটা পাড়বে, এবং কিভাবে ?
Primary introduction, এবং কিছু formal কথাবার্তার পর পেশাগত কারণে Bull-ই প্রথমে সোজাসুজি জিজ্ঞেস করে বসলো, কবে এবং কোথায় ? কোনো ভনিতা না করেই সোজা টপিকে এন্ট্রি ! অনুরিমা চমকে উঠলো ! থতমত খেয়ে রিপ্লাই করলো, কি ??
"কি আবার বুঝতে পাচ্ছো না ? আমার বুল আইডি দেখেই তো ম্যাসেজ করেছো। বুল মানে নিশ্চই জানো !"
"হুমঃ। ...."
"তাহলে জিনিয়া, আসল কথায় আসা যাক এবার। .. তবে আগে বলো এই প্রোফাইলটা কার ? Hot wife এর নাকি cuckold husband এর ? পয়সা দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আমার প্রোফাইল অবধি যখন পৌঁছেছো, তখন এটা আর যাই হোক টাইম পাস করার জন্য তৈরি কোনো ফেক অ্যাকাউন্ট নয়। তবে অনেক হাসবেন্ড female account খুলে ম্যাসেজ দেয়, তাড়াতাড়ি রিপ্লাই ও অ্যাটেন্শন পাওয়ার জন্য। অনেকে আবার বউকে রাজি করার আগেই আমাদের কাছে পৌঁছয়, তারপর আমাদেরকেই দায়িত্ব দেয় ছলে বলে কৌশলে বউকে পরকীয়াতে ফাঁসিয়ে নিজের ফ্যান্টাসি-কে পরিণতি দিতে। আগেই বলে রাখছি, সেরকম কেস হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। সহজ সরল বাঙালি সাদাসিধে ঘরোয়া বউদের ফাঁসাতে কিন্তু অনেক কাঠ-খড় পোড়াতে হয়।"
"আপনারা এসবও করেন ??"
"করতে হয় বইকি। তবে আমরা আজ পর্যন্ত কোনো মেয়েকে এক্সপ্লয়েট করিনি, জোর জবরদস্তি তো দূরের কথা, ইভেন ডেসপারেট হয়ে ওঠা হাসবেন্ড-রা সেটা করতে বললেও আমরা করিনা। তাই পয়সাওসুল গ্যারান্টি বা সাফল্যের হার ১০০ শতাংশ হয়না কখনো। কিন্তু তার ফলে কোনো মানি ব্যাক স্কিম নেই। It's a non-refundable investment .."
"আচ্ছা আপনি যে বারবার আমরা আমরা বলছেন, আপনার কি কোনো টিম আছে, যারা একসাথে এসব করে ??"
"না না, আমরা বলতে আমি আমাদের Bull কমিউনিটির কথা বলছি। এই ওয়েবসাইটে রেজিস্টার্ড সকল bull দের কিছু ethics মেইনটেইন করতে হয়, যাতে সাইটের বিশ্বস্ততা বজায় থাকে পরিষেবা প্রাপকদের কাছে। প্রাইভেসী বজায় রাখার জন্য কোনো বুল-ই নিজের কাস্টমারের ডিটেলস অন্য কোনো বুলের সাথে শেয়ার করেনা। এই ব্যাপারে আপনি একশো শতাংশ গ্যারান্টি নিতে পারেন, তাও আবার লিখিত ভাবে, যদি চান।"
"আচ্ছা , এই করে আপনাদের সংসার চলে যায় ??"
"দেখুন আপনি এটা সীমা অতিরিক্ত প্রশ্ন করলেন।.. তাও আপনাকে বলি, কাস্টমার যা বুকিং ফিস দেয়, তার একটা certain percent ওয়েবসাইট কতৃপক্ষ কমিশন হিসেবে নেয়। বাকিটা বুল বা জিগোলো, যাকে অ্যাপয়েন্ট করা হয়, সে পায়। ওয়েবসাইটের আরো সাইড ইনকাম থাকে বিভিন্ন কন্ডোম ও কন্ট্রাসেপ্টিক অ্যাড ও স্পনসরশিপ থেকে। আমাদের অনেক সময়ে হাসবেন্ড বা ওয়াইফ পার্সোনাল ডিটেক্টিভ হিসেবেও ব্যবহার করে, অর্থাৎ আমরা পরকীয়া করাতে এবং ধরাতে দুটোতেই সাহায্য করি। কিন্তু ওই যে আগেই বললাম, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ফিস চার্জ করি। এছাড়াও বাকি সাইড খরচাও কাস্টমার-দের বহন করতে হয়। বর্তমানে এইসব ফ্যান্টাসির চাহিদা খুব বেড়েছে, তাই পেইড কাস্টমারদের অভাব হয়না। আমরা আউটস্টেশন সার্ভিসও দিয়ে থাকি। কখনো কখনো শহরের বাইরে, বা রাজ্যের বাইরেও যেতে হয়। শুধু তো urban sector এ নয়, ছোট শহর এবং জেলাতেও চাহিদা রয়েছে। তবে ওই যে বললাম সাইড খরচা গুলো আপনাদেরই বহন করতে হয়, যাতায়াত খরচা থেকে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব। এটাই আমাদের পেশা, আর এতে আমার মতো বুল দের ভালোই ইনকাম হয়। শুধু বুল নয়, জিগোলো, ম্যাসাজ এবং প্রাইভেট ডিটেক্টিভ সার্ভিসও দিয়ে থাকি। কিন্তু আমার প্রেফারেন্স হলো থ্রিসাম বা কাকোল্ড সার্ভিস, তাই ইউসার আইডি-টা বুল হিসেবেই বানিয়েছি। এবার আপনি বলুন , আপনি সত্যিই মেয়ে নাকি ছেলে ? আই মিন , হট ওয়াইফ নাকি কাক্কু ? আর আমার থেকে কিধরনের সার্ভিস চান ?"
বুলের কথা শুনে অনুরিমা অনেকক্ষণ চিন্তা করলো। ওদিকে বুল সুইট গার্ল জিনিয়া অনলাইন দেখে তার রিপ্লাই পাওয়ার জন্য ওয়েট করতে লাগলো। তারপর কিছুটা অধৈর্য হয়ে বুল আবার ম্যাসেজ করলো , "কি হলো ? কিছু বলবেন, নাকি আমি চললাম ? দেখুন আমি এখানে টাইমপাস করতে বসিনি, এটা আমার পেশা। আমাকে বিশ্বাসযোগ্য মনে হলে কথা আগে বাড়ান, নাহলে এখানেই কথোপকথনের ইতি করুন। "
এই ম্যাসেজ পাওয়ার পর তড়িঘড়ি অনুরিমা ওরফে জিনিয়া রিপ্লাই করে বসলো, "না না আমি রাজি। "
"তাহলে বিস্তারিত করে বলুন, কে আপনি, আর কিই চান? কথা দিচ্ছি, সবকথা দায়িত্বের সাথে গোপন রাখা হবে, ১০০ শতাংশ গ্যারান্টি। "
অনুরিমা কিছুটা সময় নিয়ে রিপ্লাই দিলো, "আমি সত্যি সত্যিই একজন মেয়ে, তবে জিনিয়া আমার নাম নয়। আমার হাসবেন্ড কাকোল্ড ফ্যান্টাসি মাথায় নিয়ে মত্ত। তাকে কিছুতেই সঠিক পথে নিয়ে আনা যাচ্ছেনা। আমি রাজি না হওয়ায় সে এই ব্যাপারটা নিয়ে না এগোলেও, মনে মনে সে এখনও এটিকে পুষে বেড়াচ্ছে। আমি তাই চাই তার এই ফ্যান্টাসিটা-কে একবারের জন্য বাস্তব রূপ দিতে, তবে সেটা তার অজান্তেই। এমনভাবে, যেন সে বুঝতে না পারে এটা প্রিপ্ল্যান।"
"হুমঃ, আপনার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তাই এভাবে চ্যাটে সব কথা ডিসকাস করা যাবেনা। আমাদের সামনাসামনি একদিন বসতে হবে। ভয় নেই, এমন কোনো জায়গায় ডাকবোনা যেখানে আপনার আসতে অস্বস্তি বোধ হবে। ভর দুপুরে কোনো এক লোকালয়ের রেস্টুরেন্টে দেখা করতে পারি আমরা, যদি আপনার বিশ্বাস থাকে আমার উপর।"
"বিশ্বাস না রেখেও উপায় কি বলুন। দীঘিতে সাঁতার কাঁটতে নেমে কি আর কুমিরের ভয় পেলে হয় !"
"কুমির নয়.... বুল, মানে ষাঁড় !!"
"আচ্ছা .... আপনাকে আমি পরে জানাবো দেখা করার দিনক্ষণ। "
"ঠিক আছে, তবে আপনাকে আগে একটা কাজ করতে হবে। আমার প্রোফাইলে গিয়ে বুক দা বুল অপশনে ক্লিক করবেন। সেখানে ডেট এন্ড টাইম টা মেনশন করতে হবে, কবে আপনি আমার অ্যাপয়েনমেন্ট চান তার জন্য। বুকিং ফিস ওয়ান টাইম, তারপর কাজ বুঝে ফিস চার্জ হবে। চিন্তা করবেন না, সবকিছু খুব গোপন রাখা হবে। প্রাইভেসীর গ্যারান্টি এখানে হানড্রেড পার্সেন্ট। এইসব ফর্মালিটিস কমপ্লিট হয়েগেলে আমাকে বুকিং আইডি-টা শেয়ার করে দেবেন, তাহলেই যেখানে বলবেন সেখানে এই বান্দা হাজির।"
"এসব কি আজকেই করতে হবে ?", কিছুটা অপ্রস্তুত হয়ে অনুরিমা টেক্সট করলো।
"না , তবে আপনার অ্যাড রিকোয়েস্ট-টা যতোক্ষণ আমি অ্যাকসেপ্ট করে রেখেছি ততোক্ষণ আমিই আপনার জন্য অ্যাভেইলেবল থাকবো, অর্থাৎ আমি আপনাকে সার্ভিস দেব। আমার প্রোফাইলটা আগামী ৪৮ ঘন্টা আপনার জন্য লক থাকবে, তাই যা ডিসিশন নেওয়ার এই দুদিনের মধ্যে নিয়ে নেবেন। তারপর কিন্তু আমি আপনার অ্যাড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেবো।"
"মাত্র ৪৮ ঘন্টা !! তার মধ্যেই জানাতে হবে আমাকে ??"
"সাধারণত আমি ক্লায়েন্টদের ২৪ ঘন্টার বেশি সময় দিই না, কারণ কেউ যদি পেইড সাবস্ক্রিপশন নিয়ে আমার সাথে contact করে তার মানে ধরে নেওয়া যায় সেই মানুষটি একপ্রকার নিশ্চিত হয়েই আমার সাথে যোগাযোগ করেছে, তাই তার আর ভাবনা চিন্তার বেশি অবকাশ থাকার কথা তো নয়। কিন্তু আপনার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড দেখছি। আপনি নিজে রাজি নন, কিন্তু নিজের স্বামীর সুপ্ত ইচ্ছে পূরণ করার জন্য যোগাযোগ করেছেন, তাও আবার স্বামীর অজান্তেই। সত্যিই ম্যাডাম, আপনাকে স্যালুট ! আপনার স্বামী খুব লাকি।"
"হুম...."
"যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না, দুদিনের মধ্যে সিদ্ধান্ত নিন। যদি রাজি থাকেন, তাহলে যে প্রসিডিউর বললাম, সেটা ফলো করে আমাকে জানাবেন। মাঝে বুকিং করতে কোনো টেকনিক্যাল সমস্যা হলেও বলবেন, আমি সাহায্য করে দেবো। তবে মনে থাকে যেন, আজ বুধবার, বৃহস্পতির পর শুক্রবার হলো লাস্ট ডেট। তারপর কিন্তু অন্য কাউকে আপনাকে খুঁজে নিতে হবে।"
এই বলে Bull_7387 অফলাইন হয়েগেলো। রয়েগেলো অনলাইন Sweet_Girl_Jinia, তবে কিছুক্ষণ। ভালো করে পর্যবেক্ষণ করলো ওয়েবসাইটের অথেন্টিসিটি-টা, Bull_7387 এর প্রোফাইলটা, এবং বুকিং এর প্রসিডিউর-টা। কিন্তু এখুনি তাড়াহুড়ো করে কিছু করলো না। ভাবনার জন্য সময় নিলো। হাতে তো আছে দুটো দিন এখনো। দেখাই যাক..... ভাগ্য কোন পথে অনুরিমাকে ধাবিত করে।