29-01-2024, 02:46 PM
যেমন দেবা তেমনি দেবী প্রবাদবাক্য এই গল্পে প্রযোজ্য না হলেও যেমন কুকুর তেমনি মুগুর প্রবাদবাক্য অবশ্যম্ভাবী প্রযোজ্য হবে তাতে সন্দেহ নাই। স্বামী যদি লাম্পট্যের মদে মত্ত হয় তবে স্ত্রী কেন নয়! তবে গল্পের যে দিকটা আমার ভাল লাগল সেটা হল নায়িকার একটা বিশেষ ভাবনা আছে, উচ্ছৃঙ্খলতা নয় বরং মাতৃ সুখ স্বাদ প্রাপ্তির লক্ষ্যটা এই গল্পকে একটা বিশেষ দিক দিয়েছে। খুব ভাল লাগল। এভাবেই একের পর এক দারুণ দারুণ লিখনী দিয়ে ভরিয়ে তোল রসভান্ডার।