27-01-2024, 06:18 PM
মীনাক্ষী শেষাদ্রী যখন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তখন কর্তৃপক্ষ গ্রোমিংর জন্য একজন এক্সপার্ট কে নিয়োজিত করেছিল , বিমলা নামের এক মহিলাকে। মহিলা নিজের কাজে বেশ পারদর্শী। এর আগে তার গাইডেন্সে স্বরূপ সম্পত মিস ইন্ডিয়া হয়েছিল। স্বরূপ সম্পত বর্তমানে পরেশ রাওয়ালের বৌ। বিমলা প্রথম সাক্ষাৎতেই মীনাক্ষী কে বললো , তোমার চেহারা টা বেশ , আমার কথা শুনে চললে তোমার মিস ইন্ডিয়া হওয়া কেউ আটকাতে পারবেনা। তারপরে টু হেসে বললো আমাকে কিন্তু খুশি করতে হবে। মীনাক্ষী তখন সবে ১৭ বছরের কলেজ ছাত্রী , অত মার্ প্যাচ শেখেনি , তাই সরল ভাবে বললো আপনি যা বলবেন ম্যাডাম তাই করবো। বিমলা মুচকি হেসে বললো তাই ,মীনাক্ষী ঘাড় নাড়লো। বিমলা তখন বললো , আয়, আমার কাছে আয় , এই বোস। বিমলা একটা সোফায় বসে ছিল , একটু দূরে মীনাক্ষী দাঁড়িয়ে ছিল , মীনাক্ষী আস্তে আস্তে গিয়ে বিমলা যে সোফায় বসে ছিল , তার কাছে গিয়ে বসলো।