22-01-2024, 03:19 PM
✪✪✪✪✪✪
ডেট লাইন 24/12/2023 শনিবারের ভোর 05:30
✪✪✪✪✪✪
শেষ রাতে, পাঁচটা বাজার আগেই; তিনটে মোবাইল ফোন একসঙ্গেই বেজে উঠলো। মনুর ফোনে রঘুদা; চিকনির ফোনে ওর ছোট কাকা নাদু; আর, রাজুর ফোনে লোকাল থানার ওসি। একটাই খবর তিন জনের ফোনে।
হাওড়া স্টেশনে অজ্ঞান অবস্থায় চাঁদুকে উদ্ধার করে রেল পুলিশ। ইমিডিয়েটলি, হাওড়া হাসপাতালে পাঠানো হয়। আইসিইউতে ভর্তি করার আগেই, ম্যাসিভ হার্ট অ্যাটাকে চাঁদুর মৃত্যু হয়েছে।
আধ ঘন্টার মধ্যে, মুখে চোখে জল দিয়ে; কোন রকমে বেরিয়ে পড়লাম আমরা। মনু উর্ধ্বশ্বাসে গাড়ি চালাচ্ছে, পাশে রাজু বসে। পেছনে চিকনিকে মাঝখানে রেখে আমি আর লতা। কুয়াশা ভরা রাস্তায়, যথা সম্ভব জোরে গাড়ি চালিয়ে হাওড়া হাসপাতালে এসে পৌঁছল মনু। তখনও নটা বাজেনি।
নন্দন আর রাঘব রায় তার আগেই হাসপাতালে পৌঁছে গেছে। পোস্টমর্টেম করে বডি পেতে পেতে বেলা তিনটে। অ্যাম্বুলেন্স করেই, নিমতলা মহাশ্বশানে পৌঁছে দিলো ডেড বডি। সেখান থেকে সব কাজ মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত নটা।
লতাকে অবশ্য তার আগেই ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম।
~: সমাপ্ত :~