18-01-2024, 10:32 AM
(17-01-2024, 12:01 AM)sirsir Wrote: ইচ্ছা আছে আর একটা বড় আপডেট এ গল্পটার ইতি টানার। অনেকদিন হয়ে গেলো। সেরকম সাড়া শব্দ পাইনি। যারা লিখেছেন ও লাইক দিয়েছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। ??
কোনোদিন সেরকম চাহিদা থাকলে রঞ্জাবতীর হনিমুন নিয়ে লিখবো। নয়তো অন্য কোথাও অন্যকোনোদিন
আহা এমন লেখা আর্কাইভ করার মতন। আপনার লেখার হাত দিয়ে খুব সুন্দর তাই ব্যক্তিগতভাবে আপনার লেখা যখন পাই না সত্যিই আপনাকে খুব মিস করি। আপনার একজন গুণোমুগ্ধকর পাঠক হিসাবে এটুকুই আর্জি রেখে গেলাম, প্লিজ লেখাটি কে এগিয়ে নিয়ে যান এবং রঞ্জাবতীর হানিমুন সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ওই সিরিজটি আপনি লিখতে শুরু না করলে সত্যিই খুব মিস করবো আপনাকে, প্লিজ এমনটা করবেন না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।