17-01-2024, 04:42 PM
প্রচণ্ড ঠাণ্ডায় লোকটার হাতটা উষ্ণ প্রস্রবণের মতো সারা শরীরে বইছিল; তেতে ওঠা গরম ও নরম নগ্নতা হোটেলের শীত জমা স্যাঁতস্যাঁতে বিছানাকে ওম দিচ্ছিল। অথবা প্রতি রাতে এমন করে পুড়ে যাওয়া এই বারোয়ারি বিছানার অভ্যেস হয়ে গেছে। যেমন করে এই মেয়েটির সহ্য হয়ে গেছে তার প্রেমিকের আদরের আড়ালে নানা যৌন অত্যাচার।
‘প্রেমিক’ শব্দটি কি ঠিক বলা হল! এই লোকটি, যার বয়স তার প্রায় দুগুণ সেকি মেয়েটির প্রেমিক! বরং জয় গোস্বামী ধার করে তাকে বলা যায় আদর করার লোক। সে যাই হোক!
-----------------------------
পৃথুলা এবং – রিনি গঙ্গোপাধ্যায়
‘প্রেমিক’ শব্দটি কি ঠিক বলা হল! এই লোকটি, যার বয়স তার প্রায় দুগুণ সেকি মেয়েটির প্রেমিক! বরং জয় গোস্বামী ধার করে তাকে বলা যায় আদর করার লোক। সে যাই হোক!
-----------------------------
পৃথুলা এবং – রিনি গঙ্গোপাধ্যায়