13-01-2024, 11:27 PM
এলোমেলো হলেও, লিখতে থাকুন।
হয়তো, আপনার জীবনের গল্পটা অন্য কেউ লিখে দেবে।
মানুষ, কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে ওঠে।
হয়তো, আপনিও একদিন গল্পকার হবেন।
শুধু একটাই কথা;
হাল ছেড়ো না বন্ধু।
to the writer’s community.