13-01-2024, 11:16 PM
(This post was last modified: 13-01-2024, 11:21 PM by bengali_cq_hw_22. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Type mistake
)
আমি অনেক চেষ্টা করলাম কিন্তু সবাই যেমন সুন্দর করে গল্প লেখে তেমন ভাবে আমি চেষ্টা করে ছিলাম কিন্তু পারলাম না, তাই আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি আমার কথা আপনাদের সাথে শেয়ার করবো, তাই আমি অবশই লিখবো, কিন্তু সেটা হয়তো সুন্দর গল্প হবে না তবে সেটা যেমনি হোক পরে অতি অবশ্যই আপনারা মতামত দেবেন.... আমার বিয়ের পরে প্রথম দিকে সব কিছু বেশ ঠিক ঠাক চলছিল.... আনার আর ওর মানে আমার স্বামী শমীক দুইজনেই দুইজনের জন্যে পাগল ছিলাম | কেও কাউকে ছেড়ে একটা রাত ও আলাদা থাকতে পারতাম না | প্রতি রাত্রে ২ থেকে . ৩ বার আমাদের মধ্যে মিলন হতো... আমরা এটা দুজনেই খুব উপভোগ করতাম | আমার জীবনে শমীক ছিলো প্রথম পুরুষ যাকে আমি প্রথম স্পর্শ করেছিলাম, আমাদের বিয়ে টা দুই পক্ষের দেখাশোনা করেই হয়েছিল, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি যখন উচ্চ মাধ্যমিক দেবো তখন মা হটাত সুগার ফল করে মারা যায়... আর তার তিন বছর পরে আমি তখন এম এ ফার্স্ট ইয়ার তখন বাবা ব্রেন স্ট্রোক এ মারা যায়, আমার বাবা রা মত ৪ ভাই, বাবা বড় এর পরে আরো তিন ভাই আছে, তারা তিন জনেই বিবাহিত, মেজো কাকার এক ছেলে, আর সেজো কাকার এক মেয়ে আছে , ছোটো কাকার এখনো বাচ্ছা হয়নি| বাবা মারা যাওয়ার ১ বছর পরে আমার বিয়ে হয় | আমার সাথে যার বিয়ে হয় তার অনেক ছোটো বেলাতেই মা মারা যায় ক্যান্সার এ তখন সে ক্লাস ৭ এ পড়তো, বাবা তারপরে বিয়ে করে সৎ মা নিয়ে আসে, এর কয়েক দিনের মধ্যে তার স্থান হয় হোস্টেল, বাড়িতে সে আর তেমন আসতো না, বলা যেতে পারে চাকরি পাওয়ার কিছুদিন পরে তার আবার বাড়িতে আগমন | আবার কালকে বলতে আসছি..... ??