13-01-2024, 12:57 AM
বলিউড অনেক মধ্যবিত্ত ঘরের মেয়েকে বেশ্যা তে পরিণত করেছে। সিনেমায় চান্স না পেয়ে এই মধ্যবিত্ত ঘরের মেয়েগুলো অন্ধকারের কোন জগতে যে হারিয়ে গেছে কেউ খবরও রাখেনা। খুব কম সংখ্যক মেয়েই সিনেমার নায়িকা হবার সুযোগ পায় আর তার মধ্যে আবার খুব কম সংখ্যক ভাগ্যবতী আবার টিকে থাকতে পারে। এই টিকে থাকার মধ্যে একজন হলো হলো মীনাক্ষী শেষাদ্রি। কিন্তু এই সিনেমায় টিকে থাকতে মীনাক্ষী কে কতো পাপড় ফেলতে হয়েছিল , তা মীনাক্ষী ই জানে। মীনাক্ষী শেষাদ্রী বড়ো বড়ো মুখ করে বলে তার প্রথম সিনেমায় ডিরেক্টর মনোজকুমার তার কোনো স্ক্রিন টেস্ট না নিয়েই সিনেমায় চান্স দিয়ে দেয়। স্ক্রিন টষ্টে হন সিনেমার নায়িকা হত্যা আসা নায়িকাদের প্রথম যৌন শোষণ।