12-01-2024, 08:10 PM
(08-01-2024, 07:59 PM)codename.love69 Wrote: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো একজন গুণী লেখকের কাছ হতে সাধুবাদ পাওয়া আমার কাছে একটি বড় প্রাপ্তি। আমার মনেরও সুপ্ত অভিলাষ যে আপনাদেরকে একটি উপন্যাস উপহার দেব। কিন্তু ভয় হয় যে যদি ছন্দপতন ঘটে। তবে আপনি যখন চেয়েছেন, তখন এবার আশা করি সাহসে বুক বাঁধতে পারব। ভালো থাকবেন।
গুণী লেখক! সেটা তো আপনি। এই যে একের পর এক একটা অসাধারণ গল্প লিখছেন, তার জন্য কোন প্রশংসা পর্যাপ্ত নয়।একেকটা গল্প এত সুন্দর, বিশেষ করে প্লট আর তার বর্ণনা। তবে সবগুলোর মধ্যে "দোলাচল সিরিজ" আমার সবচাইতে প্রিয়। বোধহয় দু'তিনবার পড়েছি সবগুলোই। নিখাদ সোনা প্রত্যেকটা। হ্যাঁ এটা ঠিক যে সঙ্গম দৃশ্যগুলো তেমন বহুল বিস্তারিত নেই। কিন্তু আমি নিজে বিশ্বাসী যে সঙ্গম দৃশ্য বর্ণনার চেয়েও বেশী 'দোলাচল' আসে সঙ্গম দৃশ্যের আবাহনের নির্মাণে। আর সেখানেই আপনি অপরাজেয়, কুম্ভ স্বয়ং। সেই কারণেই দোলাচলের একটা উপন্যাস লিখুন, না হলে অন্ততঃ একটা বড় গল্প। তবে সেখানে কথক যেন দোলা'র স্বামী হন। গল্প যেন উত্তম পুরুষে আসে। ওটাতে পাঠকের মননে দোলা বেশী লাগে। অপেক্ষায় থাকলাম বা বলা চলে কিছুটা দোলাচলে রইলাম।
