11-01-2024, 10:59 PM
(11-01-2024, 10:10 PM)FreeGuy@5757 Wrote: এটি কি আপনার প্রথম কবিতা?
যদি প্রথম হয়! তো সময় হলে আরো কবিতা লেখার অনুরোধ রইলো।
আমি নিজে কবিতা লিখিনা তবে কবিতা পড়তে ভালো লাগে ।
‛‛ধন্যবাদ,,
সত্যি বলতে , এই কবিতাটা আমার নয়। আসল কবিতার নাম চরিত্রহীন , কবির নাম ঋষি। কবিতাটা আমার গল্পের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল, তাই কবিতার কিছু লাইন গল্পের ন্যায় মোডিফাই করে পর্বের সহিত প্রকাশ করেছি। আশা করি আমার পাঠকগণ দের সেটা ভালো লেগেছে।
কিন্তু কবিতা জুড়ে দেওয়ার পরিকল্পনাটা এসেছে আপনারই একটা পূর্ববর্তী কমেন্ট পড়ে। এই জন্যই আমি আমার প্রিয় পাঠকদের বলি , গল্পের থ্রেডে কমেন্ট করে নিজ নিজ উপদেশ ও মতবাদ প্রকাশ করবেন। কোনো কুন্ঠা বোধ করবেন না। লেখিকা হিসেবে আমি তাহলে নিজেকে আরো বেশি পরিপূর্ণ বলে মনে করবো। এবং আমার নিজ গল্পের দিক নির্ধারণ করতেও আপনাদের suggestion ও feedback আমায় খুব help করবে।