08-01-2024, 05:44 PM
এত সুন্দর গল্পটা এত দ্রুত আর এভাবে শেষ করে দিলেন। দোলাচল সিরিজের প্রতিটা গল্পই অনন্য। তবে এই গল্পটা শুরুর দিকে ধারে ভারে বাকীদের তুলনায় একটু অন্যরকম জমজমাট ছিল। শেষ পরিণতি সেটা খুব ট্র্যাজিকও বটে কিন্তু তবুও আরও কিছু ঘটনার ঘনঘটা ঘটিয়ে ধীর গতিতে পরিণতি আনতে পারতেন। এটা পাঠক হিসাবে আমার মন্তব্য। আপনার লেখনী অনন্য সেটা নিয়ে কিছু বলার স্পর্ধা দেখানোর ক্ষমতা আমার নেই। তবে একটা সনির্বন্ধ অনুরোধ থাকল, একটা দোলাচল সিরিজের উপন্যাস নিয়ে আসুন।তাহলে এই মন না ভরার অপ্রাপ্তি খেদটুকু মিটে যায়।
এত সুন্দর একটা গল্প সৃষ্টির জন্য ধন্যবাদ থাকল।
