07-01-2024, 07:44 PM
(This post was last modified: 30-01-2024, 02:18 PM by বয়স্ক মহিলা প্রেমী. Edited 2 times in total. Edited 2 times in total.)
পর্ব:৪
রুপা আর বাকিরা চলে গিয়েছে লাঞ্চ করে। জয়দেব কৌশিক আর আকর্ষ তিনজনে এক সাথে স্মোক করছে। এমন সময় কৌশিক বলে উঠলো,
"বস এসে তো পড়েছো কিন্তু দেখে। "
এই কথার কোনো মানে বুঝে উঠতে পারলো না আকর্ষ, তাই জিজ্ঞেস করলো,
"মানে বুঝলাম না?"
কৌশিক আবার বললো,
"মানে হলো আগে তুমি একটা জায়গায় টীম লিডার ছিলে কিন্তু এখন নেই। আর আমাদের টীম লিডার অনেক স্ট্রিক্ট। তিনি কাজে একটুও গাফলতি পছন্দ করেন না। তার সব সময় কাজ ঠিক হওয়া চাই। আর তিনি ফাঁকিবাজি সহ্য করেন না। এখানে এসেছো ভালো ভাবে কাজ করতে হবে কিন্তু।"
আকর্ষ এই কথায় হেসে দিলো বললো,
"ঠিক আছে।"
আকর্ষ কৌতূহল থেকেই জিজ্ঞেস করে বসলো,
"আচ্ছা ম্যাম কি এমনি সব সময় এতো কম কথা বলে?"
জয়দেব বললো,
"কম কথা বলে এমনটা বলবো না। ম্যাম রুপার সাথে বাকি কথা বলে। কিন্তু আমাদের সাথে যতটুকু দরকার ততটুকুই বলবে। খুব বেশিও বলবে না, খুব কম ও না।"
"ওহ আই সি। "
এই সব কথা বলতে বলতে দেখলো সময় শেষ হাতে থাকা সিগারেটও তাই আর দেরি না করে নিজেদের ফ্লোরে গেলো আর কাজে মন দিলো।
ঘড়িতে সময় তখন ৩টা বেজে ৩০ মিনিট। লাঞ্চটাইম শেষ হয়েছে অনেক আগেই। নিজের কেবিনে বসেই লাঞ্চ সেরেছে নায়নী। বাইরে খুব বেশি একটা বের হয় না দরকার না পড়লে। কাজ করতে করতে চেয়ারে হেলান দ্যয়ে ভাবছে, ৩৫ বছরের জীবনে অনেক কিছুই দেখেছে নায়নী। ৩৫ বছরে নিজেকে ভালো মেইনটেইন করেছে, ৫ ফুট ৬ ইঞ্চির নায়নিকে আর যাই বলুক খাটো তো আর বলা যায় না। ফর্সা সুন্দর দেখতে নায়নীর শরীরের প্রতিটা ভাঁজেই আছে কামের ছোঁয়া। ৩৬এর বক্ষ যুগল নিয়ে আর ওর গুরু নিতম্ব নিয়ে যখন ও হেটে যায় তখন ছোট থেকে বড়ো সবাই একবার হলেও তাকায় অনেকে এইটা এনজয় করলে করলেও নায়নী এটা এনজয় করে না। ঘৃণা হয় নিজের শরীরের প্রতি তাই যতটুকু পাড়া যায় নিজেকে ঢেকে চলে। কিন্তু নায়নী যতই সৌন্দর্য লুকিয়ে রাখার চেষ্টা করুক, সেটা তো আর চাইলেও ঢেকে রাখা যায় না। তাই এইসব নিয়ে চিন্তা ভাবনা আগেই বাদ দিয়েছে। নায়নী খেয়াল করেছে, যে কোনো ছেলে হোক বা মেয়ে একটি বার হলেও তার দেহলে খুঁটিয়ে দেখেসে বা বলতে গেলে তার শরীরকে গিলে খেয়েছে প্রথম প্রথম এটা খুব খারাপ লাগলেও এখন সেটা সয়ে গেছে। কিন্তু আজকের পরিস্থিতি পুরো ভিন্ন। আজকে এমন একজনের সাথে পরিচয় হয়েসে, যে তার দিকে খারাপ ভাবে তাকায়নি অন্য সবার মতো গিলে খাওয়ার চেষ্টা করেননি, বা তাকে এমপ্রেস করারও চেষ্টা করেননি। যা নায়নীর কাছে বড্ডো অদ্ভুত লেগেছে। নায়নী মনে করতো সব পুরুষ মানুষ এক সবাই শুধু শরীর চায় কিন্তু নায়নী কিছু মানুষ চিনে যারা শরীর চায় না। এইসব ভাবছিলো আর মধ্যে ল্যান্ডফোনে একটা কল আসে,
"হ্যালো নায়নী স্পিকিং।"
"হ্যালো নায়নী আমি সৌমিত্র রায় বলছি তুমি একটু আমার কেবিনে আসো তো"
"জ্বী। আসছি স্যার।"
এই বলে নিজের ল্যাপটপ বন্ধ করে সৌমিত্র রায়ের সাথে দেখা করার জন্য বের হলো, আর তার টিম কেমন কাজ করছে সেটাও দেখার একটিবার সেখানে ঢু মারলো।সবাই নিজের কাজে ব্যস্ত। নতুন টীম এর সদস্য মনে হয় কাজের দিকে একটু বেশি মনোজোগি । অন্য কোনো দিকে দেখার সময় খুব বেশি নেই তার। তাই আর কাওকে ডিস্ট্রাব না করে সৌমিত্র রায়ের কেবিনের দরজা ধাক্কা দিয়ে বললো
"মে আই কাম ইন স্যার?"
সৌমিত্র রায় একবার দেখে বললো,
"বেশ কাম ইন।"
নায়নী ভেতরে গিয়ে বসলো,
নায়নী ভেতরে বসার পর নায়নীকে জিজ্ঞেস করলো,
"কেমন দেখলেই তোমার টীম মেম্বার?"
"জ্বী ভালো আগে কাজ করার এক্সপেরিয়েন্সও আছে।"
"হুমম তা তো আছেই আরেকটা মজার ব্যাপার কি জানো?"
"কি স্যার? "
"ও কিন্তু তোমার মতো একজন টীম লিডার ছিলো ওর আগের কোম্পানিতে।"
"জ্বী স্যার দেখেসি।"
" বাহ্ তাহলে তো হলোই আচ্ছা তোমার যদি কোনো সম্যসা হয় আমাকে জানাবে।"
"আচ্ছা স্যার আমি আসি তাহলে।"
"হ্যা এসো।"
নায়নীর মনে প্রশ্নের দানা বেঁধেছে, কিন্তু এখন এই সবে মন দিলে চলবে না। তাই নিজের কেবিনে গেলো আর আকর্ষকে আসতে বললো,
নায়নীর কেবিনে,
আকর্ষ যখন জানতে পারলো নায়নী ডাকছে তখন অনেকটা অবাক হলো অফিসে আওয়ার্ শেষ হতে বেশি সময় নেই এই টিমে ডাকলো। স্ট্রেঞ্জ। টকো নিজের টীম লিডার গেছে তাই আর না করতে পারলো না। কেবিনের সামনে গিয়ে বললো,
"আসবো ম্যাম।"
"জ্বী আসুন না।"
আকর্ষ গিয়ে বসলো চেয়ারে। নায়নী প্রশ্ন করলো,
"কেমন লাগছে মিস্টার আকর্ষ আমাদের এই খানে।"
"জ্বী ম্যাম ভালো লাগছে।"
"ঠিক আছে। আমি আপনাকে কিছু কথা বলি, আমি কাজে আপনাকে পুরো হেল্প করবো, আমি চেষ্টা করবো আপনার কাজ যেন ভালো হয় আপনার কোনো সমস্যা হলে জানেবেন। আর আমি চাই আপনি আপনার পুরো ডেডিকেশন দিয়ে কাজ করেন। আমি কি বুঝাতে পড়েছি।"
"জ্বী ম্যাম আমি বুঝতে পেরেছি।"
"তাহলে ঠিক আছে আপনি আজকের মতো আসতে পারেন।"
"জ্বী ম্যাম।"
"ওহ আরেকটা কথা কালকে আমাদের আরেকটা কোম্পানির সাথে মিটিং আছে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমি আশা করি আপনি লেট্ করবেন না।"
"আচ্ছা। আমি তাড়াতাড়ি চলে আসবো।"
এই বলে নায়নীর কেবিন থেকে বেরিয়ে আসলো আকর্ষ।
নায়নী আকর্ষ এর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো, আকর্ষ এর বয়স কতো যেন হ্যা ২৭। কিন্তু দেখে বুঝা যাবে না মনে হবে আরো কম। লম্বা ডার্ক স্ক্রিনটোনের হলেও খুব রাফ এন্ড টাফ দেখতে। পেটানো শরীর। মুখে একটা রুক্ষ ভাব আছে, ছেলেটা যখন মুচকি হাসি দেয় তখন মনে হয় তার সাথে ওর চোখ ও হাসে। গলার স্বরে প্রকাশ পায় গম্ভীরতা। অনেকটা রহস্যময় মানুষ লাগলো ওকে।
চলবে
এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আমাকে ইমেইল করতে পারেন lf859782; অথবা টেলিগ্রাম এ এসএমএস দিতে পারেন @Paradox78789 এই নামে। আপনাদের এসএমএস এ আমি উৎসাহ পাই। তাই আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন এই আশা করি।