07-01-2024, 12:15 AM
(05-01-2024, 09:02 PM)Sotyobadi Polash Wrote: বন্ধুরা আমার নতুন কিছু লেখা লেখার ইচ্ছে আছে। সেখানে থাকবে আমার জীবনের বিভিন্ন পর্যায়ে মায়ের শরীরের বিভিন্ন অংশ দেখে যে অনুভূতি হতো তার বর্ণনা। কিন্তু এখন হাতে অনেক কাজ। মাস দু তিনের আগে লেখায় হাত দিতে পারবো না।
তবে আশা রাখবো যে ততদিনে আপনারা নিজের নিজের মায়ের কাছে কোনো গোপন আদর পেয়ে থাকলে, বা মাকে বিশেষ রকম আদর দিয়ে ভরানোর প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত মা করে থাকলে, এই থ্রেডগুলিতে আমার মায়ের আদরে বা মাকে দেখে শারীরিক ও মানসিক অনুভূতির বর্ণনা দিয়ে থ্রেডগুলি জীবিত রাখবেন। বা এরকম কোনো সত্য ঘটনা জানা থাকলে তাও লিখতে পারেন। আমি আপনাদের ভাষাতেই আপনাদের লেখা পড়তে আগ্রহী।
অপেক্ষায় রইলাম