03-01-2024, 11:20 AM
(02-01-2024, 09:33 PM)Henry Wrote: দেহটা এলিয়ে দিল তক্তপোষের বিছানায়। তক্ষুনি সেই বিচিত্র শব্দ হল তার থেকে। বড্ড সুখানুভুতি হচ্ছে রমার, শম্ভুকে বুঝতে দেয় না সে। পিঠ উল্টে মুঠোতে থাকা বইটার পাতা ওল্টাতে গিয়ে থামলো এক জায়গায়।
''কবিতার তুলো ওড়ে সারাদিন মনের ভিতরে
হাওয়া লেগে
খেলাভোলা শিশু
এক খেলা ফেলে রেখে এক নতুন উৎক্ষিপ্ত খেলায়
সমর্পণ করে সব--অশ্রুহাসি স্বপ্ন পরিশ্রম।
কবিতার তুলো ওড়ে সারাদিন মনের ভিতরে
তবু কি ওড়ে না শিশু
ছুঁয়ে থাকে মাটির বাস্তব?
কিন্তু টা কি করে হবে...
ও যে নখে বালিশ ছিঁড়েছে..."
++++++
আপনি যে কবিতা পাঠক তার প্রমাণ আপনার অত্যন্ত সমৃদ্ধ লেখাতেই প্রকাশিত