02-01-2024, 09:38 PM
শম্ভু বললে---ছিলাটা ঘুমাইছে লা?
---হুম্ম। রমা শুধুমাত্র এটুকুই উত্তর দেয়।
----যাবি নদীর ঘাটে?
----এখন? এতরাতে?
---কুনো ভয় লাই। তুর মরদ শম্ভু আছে সাথে।
রমা তাকালো একবার ঘরের ভিতর পিকলুর বিছানার দিকে। ছেলেটা ঘুমোচ্ছে। কোনোভাবে ঘুম ভেঙে মাকে খোঁজে যদি।
শম্ভুর পিছু পিছু রমা রাতের অন্ধকারে নদীর পাড়ে এসে হাজির হল। ঘাটে বাঁধা ডিঙি নৌকার দড়িটা বড় শিরীষ গাছটায় বাঁধা। শম্ভু টান দিয়ে টেনে আনলো নৌকাটাকে পাড়ের আরো কাছে। উঠে পড়ল ও নৌকার ওপর। তারপর হাত বাড়িয়ে দিল রমার দিকে।
---ও মা! এখন তুমি নদীতে যাবে?
---ধুর! নদীতে যাবো লাই। তু নৌকাটায় আয় লা। রমা শম্ভুর শক্ত হাতের জোরে উঠে পড়ল ডিঙিতে। অমনি ডিঙ্গিটা দুলে উঠল। শম্ভু দড়িটা শিথিল করে দিয়েছে। নৌকাটা ভেসে খানিকটা এগিয়ে গেল নদী বক্ষের দিকে। তবে সামান্যই গেল, দড়িটা এখনো গাছে বাঁধা, ওর দৈর্ঘ্য যতদূর যায় ততদূর।
এখন অবশ্য রমা চাইলেই নৌকা থেকে নেমে পালাতে পারবে না। ঘাট থেকে নৌকা কম করে হলেও তিরিশ মিটার দূরে। থৈ থৈ জল। অন্ধকার আকাশের ঘন হাওয়ায় মুখভার রাত্রি হলেও, নদীতে একটা আবছা আলো আছে। খোলের মধ্য হতে শম্ভু বার করে আনলো লণ্ঠনটা। জ্বেলে দিতেই ডিঙির পাটাতনে আলো ছড়িয়ে পড়ল।
রমা বললে---তোমাকে একটা কথা বলা হয়নি শম্ভু।
---কি?
---ষষ্ঠীপদর স্ত্রী লতা, আজ একটু সন্দেহপ্রবণ প্রশ্ন করছিল।
---কি বইলছিল লতা বৌদি?
রমা দুপুরে লতার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ জানালো। শম্ভু অবশ্য অত্যন্ত তামাশার ছলে হেসে বললে---জানলে কি হছে, তু মোর বে করা বউ আছিস। আমি মোর বউর গলায় কামড়াইবো লা কি দুদুতে তাতে কার কি?
---কিন্তু?
শম্ভু মুখ দিয়ে শব্দ করে থামালো রমাকে। বললে---আর কুনো কুথা লা। খোলের মধ্যে আয়, তুরে ভালো কইরে দেখি।
---কেন? সকাল বিকেল তো বেশ দেখছ আমাকে, তাতেও দেখা হয় না?
শম্ভু রমাকে খোলের মধ্যে টেনে নিয়ে গেল। তারপর বুকের আঁচল সরিয়ে ব্লাউজের হুক খুলতে চেষ্টা করে ব্যর্থ হতেই রমা বললে---এখনো একটা ব্লাউজ খুলতে শিখলে না। খালি নাকি মায়ের দুধ খাওয়া।
তারপর নিজেই ও ব্লাউজের হুক খুলে দুটো স্তন আলগা করে দিল। ঠাসা ঠাসা বুক জোড়ায় বাদামী বৃন্ত দুটোও বেশ উদ্ধত হয়ে উঠেছে। রমা শম্ভুর মাথাটা বুকের কাছে চেপে ধরে বললে---মায়ের দুধ খাওয়া না? খাও যত খুশি খাও।
শম্ভু দুই হাতে স্তনদুটিকে চেপে ধরে ঠেসে ধরল উপরের দিকে। ঘাড়ে, গলায় এমনকি পেটের কাছে ওর মুখটা চেপে ধরে উত্তাপ দিতে লাগলো রমাকে। রমার পেটের মৃদু চর্বিতে মুখ ঘষে বড্ড আনন্দ পায় শম্ভু। আর নাভির ঐ ছিদ্রটায় চুমু দেয়। স্তনের বৃন্ত দুটো দুই হাতের আঙুলে চিপে টেনে ধরল কষ্ট দিয়ে। খানিক ব্যথা আর খানিক উত্তেজনায় রমার মুখ হতে বাহির হল শিহরিত শব্দ---আঃ! লাগছে!
আবার মুচড়ে ধরল স্তনজোড়া। নারীর কোমল বাহুতে, বগলে শম্ভু ছোঁয়ালো তার নাক। রমার শরীরে কোথাও কোনো কটু গন্ধ নেই। সর্বত্র পরিচ্ছন্নতা। গায়ে আলগা হয়ে থাকা ব্লাউজ খুলিয়ে নিল সে। ঠান্ডা বাতাস হু হু করে বুকে লাগছে। পিঠের মধ্যে শম্ভুর হাতের স্পর্শ, দেহের সর্বাঙ্গে কঠিন কালো রুক্ষ হাতের ঘোরাফেরা যেন রমার দেহে এই শীতলতা ঘোঁচাতে যথেষ্ট।
উরুপর্যন্ত কাপড় উঠেই গেছে রমার। শম্ভুর হাত এখন রমার উরুর ওপর। ধীরে ধীরে ও যোনিতে স্পর্শ করল। অকস্মাৎ দুটো আঙুল ভরে দিল রসসিক্ত নারীর গোপনাঙ্গে। আঙুলের দ্বারা আচমকা মৈথুনে রমার অবস্থা যেন কালনাগিনী থেকে সদ্য তোলা মাছের মত। ও শম্ভুর হাতের কব্জি চেপে বারণ করতে চেষ্টা করছে। এত উত্তেজনা ওর নিকট অসহ্য হয়ে উঠছে।
মিনতি করলে রমা---শম্ভুউউউ... উঃ মা গো...উমমম....
শম্ভু মজা পাচ্ছে রমা দিদিমণির এমন কাতর অবস্থা দেখে। আরো দ্রুত মৈথুন করতে লাগলো আঙুল দিয়ে। ভিজে যাচ্ছে রমার যোনি, শরীর উতলা হয়ে উঠছে। অবাধ্য যুবককে অনুনয় করে বললে---আর না...লক্ষীটি...ঢোকাও... হয়েছে...উফঃ... মরে যাবো...ওহ মা গো...উমমমম...
অবশেষে মুক্তি দিল শম্ভু। তার আঙুলে রমার যোনি নিঃসৃত রস। অসভ্যের মত নিজের মুখে চালান করল আঙুলটা। রমা ঘৃণা মিশ্রিত লাজুক চোখে বলে উঠল---ইস! বড্ড নোংরা তুমি।
শম্ভু দুই পা মেলে লুঙ্গিটা গুছিয়ে খোলের উপর বসে রয়েছে। তার উদ্ধত লিঙ্গটা প্রস্তুত রমার গোপনাঙ্গ খোদিত করতে। বললে---কোলে আয় দিদিমণি।
রমাকে শম্ভু কোলের উপর স্থাপন করল। এতবড় লিঙ্গটা যোনি ভেদ করে খুব সহজে যেতে পারে না। শম্ভুকে ঠেলে ঢোকাতে হল তাই। রমার মুখটা সেই মুহূর্তে কুঁচকে উঠল। ব্যথা তাকে পেতে হবে। যৌবনের শিখরে থাকা এই তীব্র পৌরুষধারী কর্মঠ বেদের আদিমতা, পাশবিকতা, বৃহদাকার লিঙ্গ তাকে তীব্র যন্ত্রনা দেবে, কিন্তু রমা প্রথমদিন থেকেই টের পেয়েছে এই যন্ত্রনা সুখকর, এই অনুভূতি, এই অসহ্য তৃপ্তি তার অধ্যাপক স্বামীটি কখনো দিতে পারবে না।
তলঠাপ শব্দটা ব্যকরণগত সঠিক কিনা জানা নেই। রমার যোনিতে শম্ভুর জাদুকরী খনন প্রক্রিয়া দ্বারা এখন যা হচ্ছে তাকে কেবল এই শব্দেই বর্ণনা করা চলে। তুমুল নয়, ধীর কিন্তু অনেক গভীরে। রমার জীবনে যদি এই পরকীয়া কোনোদিন না আসতো, এই গভীরতা স্পর্শের আনন্দানুভূতি আজীবন অধরা থেকে যেত তার।
শম্ভুর ঠোঁট রমাই চেপে ধরল মুখে। গভীর চুম্বন নয়। বরং ঠোঁট চোষার তাড়াহুড়ো করছে দুজনে। কিছুক্ষন এই চুম্বন, রমা চায় শম্ভুকে তার স্তনে। লাজ ভেঙে কামার্ত গলায় বললে---দুদু খাবে না...?
শম্ভু স্তন খেতে শুরু করতেই রমার চরম হর্ষ পাহাড়চূড়োয়। মাথা চেপে যেভাবে ও খাওয়াতে ভালোবাসে, সেভাবে শম্ভুকে আদরে আদরে ভাসিয়ে দিচ্ছে সে। এক অদ্ভুত আদিম কামঘন দৃশ্য এখন কালনাগিনীতে। নিস্তব্ধ প্লাবিত নদীতে তীব্র বাতাস, দুলন্ত নৌকার পাটাতনে অন্ধকার রাত্রিতে লণ্ঠন আলোয় মিলিত হয়েছে তারা। এই দৃশ্যপটের ঈশ্বর ছাড়া কেউ সাক্ষী নেই। সাক্ষী থাকারও কথা নয়। রাতের অতৃপ্ত শরীর নিয়ে যদি না আরেক রমণী স্বামীর বিছানা ছেড়ে বার হয়ে আসতো।
লতার শরীর রাতের দিকে ভীষণ টাটায়। আজ বুলি নেই। ষষ্ঠীপদর সাথে কিছুক্ষণ আগেই মিলন কাল শেষ হয়েছে তার। ষষ্ঠীও যুবক, কিন্তু শম্ভুর মত নয়। পাঁচ মিনিটের খেলায় ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে তার স্বামী। এমন মুহুর্তে বড্ড বেশি রাগ হয় লতার। স্বামীটিকে অপদার্থ মনে হয়। ঘুমন্ত স্বামীর নৈকট্য ছেড়ে ও উঠে এসেছে বিছানায়। দূরে কালনাগিনীর পাড় হতে ওর দুয়ারেও বাতাস আসে। সেদিকেই ও মুখ করে বসেছিল। শম্ভুর ডিঙিতে আলো জ্বলছে। রাত তো এখন কম নয়। এত রাতে শম্ভু কি করে ওখানে। শম্ভুও কি তার মত নিঃস্ব শরীরে বাতাস খাওয়াচ্ছে? এভাবে কি ওরা কমিয়ে নিতে পারবে জ্বলন্ত উত্তাপ।
---হুম্ম। রমা শুধুমাত্র এটুকুই উত্তর দেয়।
----যাবি নদীর ঘাটে?
----এখন? এতরাতে?
---কুনো ভয় লাই। তুর মরদ শম্ভু আছে সাথে।
রমা তাকালো একবার ঘরের ভিতর পিকলুর বিছানার দিকে। ছেলেটা ঘুমোচ্ছে। কোনোভাবে ঘুম ভেঙে মাকে খোঁজে যদি।
শম্ভুর পিছু পিছু রমা রাতের অন্ধকারে নদীর পাড়ে এসে হাজির হল। ঘাটে বাঁধা ডিঙি নৌকার দড়িটা বড় শিরীষ গাছটায় বাঁধা। শম্ভু টান দিয়ে টেনে আনলো নৌকাটাকে পাড়ের আরো কাছে। উঠে পড়ল ও নৌকার ওপর। তারপর হাত বাড়িয়ে দিল রমার দিকে।
---ও মা! এখন তুমি নদীতে যাবে?
---ধুর! নদীতে যাবো লাই। তু নৌকাটায় আয় লা। রমা শম্ভুর শক্ত হাতের জোরে উঠে পড়ল ডিঙিতে। অমনি ডিঙ্গিটা দুলে উঠল। শম্ভু দড়িটা শিথিল করে দিয়েছে। নৌকাটা ভেসে খানিকটা এগিয়ে গেল নদী বক্ষের দিকে। তবে সামান্যই গেল, দড়িটা এখনো গাছে বাঁধা, ওর দৈর্ঘ্য যতদূর যায় ততদূর।
এখন অবশ্য রমা চাইলেই নৌকা থেকে নেমে পালাতে পারবে না। ঘাট থেকে নৌকা কম করে হলেও তিরিশ মিটার দূরে। থৈ থৈ জল। অন্ধকার আকাশের ঘন হাওয়ায় মুখভার রাত্রি হলেও, নদীতে একটা আবছা আলো আছে। খোলের মধ্য হতে শম্ভু বার করে আনলো লণ্ঠনটা। জ্বেলে দিতেই ডিঙির পাটাতনে আলো ছড়িয়ে পড়ল।
রমা বললে---তোমাকে একটা কথা বলা হয়নি শম্ভু।
---কি?
---ষষ্ঠীপদর স্ত্রী লতা, আজ একটু সন্দেহপ্রবণ প্রশ্ন করছিল।
---কি বইলছিল লতা বৌদি?
রমা দুপুরে লতার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ জানালো। শম্ভু অবশ্য অত্যন্ত তামাশার ছলে হেসে বললে---জানলে কি হছে, তু মোর বে করা বউ আছিস। আমি মোর বউর গলায় কামড়াইবো লা কি দুদুতে তাতে কার কি?
---কিন্তু?
শম্ভু মুখ দিয়ে শব্দ করে থামালো রমাকে। বললে---আর কুনো কুথা লা। খোলের মধ্যে আয়, তুরে ভালো কইরে দেখি।
---কেন? সকাল বিকেল তো বেশ দেখছ আমাকে, তাতেও দেখা হয় না?
শম্ভু রমাকে খোলের মধ্যে টেনে নিয়ে গেল। তারপর বুকের আঁচল সরিয়ে ব্লাউজের হুক খুলতে চেষ্টা করে ব্যর্থ হতেই রমা বললে---এখনো একটা ব্লাউজ খুলতে শিখলে না। খালি নাকি মায়ের দুধ খাওয়া।
তারপর নিজেই ও ব্লাউজের হুক খুলে দুটো স্তন আলগা করে দিল। ঠাসা ঠাসা বুক জোড়ায় বাদামী বৃন্ত দুটোও বেশ উদ্ধত হয়ে উঠেছে। রমা শম্ভুর মাথাটা বুকের কাছে চেপে ধরে বললে---মায়ের দুধ খাওয়া না? খাও যত খুশি খাও।
শম্ভু দুই হাতে স্তনদুটিকে চেপে ধরে ঠেসে ধরল উপরের দিকে। ঘাড়ে, গলায় এমনকি পেটের কাছে ওর মুখটা চেপে ধরে উত্তাপ দিতে লাগলো রমাকে। রমার পেটের মৃদু চর্বিতে মুখ ঘষে বড্ড আনন্দ পায় শম্ভু। আর নাভির ঐ ছিদ্রটায় চুমু দেয়। স্তনের বৃন্ত দুটো দুই হাতের আঙুলে চিপে টেনে ধরল কষ্ট দিয়ে। খানিক ব্যথা আর খানিক উত্তেজনায় রমার মুখ হতে বাহির হল শিহরিত শব্দ---আঃ! লাগছে!
আবার মুচড়ে ধরল স্তনজোড়া। নারীর কোমল বাহুতে, বগলে শম্ভু ছোঁয়ালো তার নাক। রমার শরীরে কোথাও কোনো কটু গন্ধ নেই। সর্বত্র পরিচ্ছন্নতা। গায়ে আলগা হয়ে থাকা ব্লাউজ খুলিয়ে নিল সে। ঠান্ডা বাতাস হু হু করে বুকে লাগছে। পিঠের মধ্যে শম্ভুর হাতের স্পর্শ, দেহের সর্বাঙ্গে কঠিন কালো রুক্ষ হাতের ঘোরাফেরা যেন রমার দেহে এই শীতলতা ঘোঁচাতে যথেষ্ট।
উরুপর্যন্ত কাপড় উঠেই গেছে রমার। শম্ভুর হাত এখন রমার উরুর ওপর। ধীরে ধীরে ও যোনিতে স্পর্শ করল। অকস্মাৎ দুটো আঙুল ভরে দিল রসসিক্ত নারীর গোপনাঙ্গে। আঙুলের দ্বারা আচমকা মৈথুনে রমার অবস্থা যেন কালনাগিনী থেকে সদ্য তোলা মাছের মত। ও শম্ভুর হাতের কব্জি চেপে বারণ করতে চেষ্টা করছে। এত উত্তেজনা ওর নিকট অসহ্য হয়ে উঠছে।
মিনতি করলে রমা---শম্ভুউউউ... উঃ মা গো...উমমম....
শম্ভু মজা পাচ্ছে রমা দিদিমণির এমন কাতর অবস্থা দেখে। আরো দ্রুত মৈথুন করতে লাগলো আঙুল দিয়ে। ভিজে যাচ্ছে রমার যোনি, শরীর উতলা হয়ে উঠছে। অবাধ্য যুবককে অনুনয় করে বললে---আর না...লক্ষীটি...ঢোকাও... হয়েছে...উফঃ... মরে যাবো...ওহ মা গো...উমমমম...
অবশেষে মুক্তি দিল শম্ভু। তার আঙুলে রমার যোনি নিঃসৃত রস। অসভ্যের মত নিজের মুখে চালান করল আঙুলটা। রমা ঘৃণা মিশ্রিত লাজুক চোখে বলে উঠল---ইস! বড্ড নোংরা তুমি।
শম্ভু দুই পা মেলে লুঙ্গিটা গুছিয়ে খোলের উপর বসে রয়েছে। তার উদ্ধত লিঙ্গটা প্রস্তুত রমার গোপনাঙ্গ খোদিত করতে। বললে---কোলে আয় দিদিমণি।
রমাকে শম্ভু কোলের উপর স্থাপন করল। এতবড় লিঙ্গটা যোনি ভেদ করে খুব সহজে যেতে পারে না। শম্ভুকে ঠেলে ঢোকাতে হল তাই। রমার মুখটা সেই মুহূর্তে কুঁচকে উঠল। ব্যথা তাকে পেতে হবে। যৌবনের শিখরে থাকা এই তীব্র পৌরুষধারী কর্মঠ বেদের আদিমতা, পাশবিকতা, বৃহদাকার লিঙ্গ তাকে তীব্র যন্ত্রনা দেবে, কিন্তু রমা প্রথমদিন থেকেই টের পেয়েছে এই যন্ত্রনা সুখকর, এই অনুভূতি, এই অসহ্য তৃপ্তি তার অধ্যাপক স্বামীটি কখনো দিতে পারবে না।
তলঠাপ শব্দটা ব্যকরণগত সঠিক কিনা জানা নেই। রমার যোনিতে শম্ভুর জাদুকরী খনন প্রক্রিয়া দ্বারা এখন যা হচ্ছে তাকে কেবল এই শব্দেই বর্ণনা করা চলে। তুমুল নয়, ধীর কিন্তু অনেক গভীরে। রমার জীবনে যদি এই পরকীয়া কোনোদিন না আসতো, এই গভীরতা স্পর্শের আনন্দানুভূতি আজীবন অধরা থেকে যেত তার।
শম্ভুর ঠোঁট রমাই চেপে ধরল মুখে। গভীর চুম্বন নয়। বরং ঠোঁট চোষার তাড়াহুড়ো করছে দুজনে। কিছুক্ষন এই চুম্বন, রমা চায় শম্ভুকে তার স্তনে। লাজ ভেঙে কামার্ত গলায় বললে---দুদু খাবে না...?
শম্ভু স্তন খেতে শুরু করতেই রমার চরম হর্ষ পাহাড়চূড়োয়। মাথা চেপে যেভাবে ও খাওয়াতে ভালোবাসে, সেভাবে শম্ভুকে আদরে আদরে ভাসিয়ে দিচ্ছে সে। এক অদ্ভুত আদিম কামঘন দৃশ্য এখন কালনাগিনীতে। নিস্তব্ধ প্লাবিত নদীতে তীব্র বাতাস, দুলন্ত নৌকার পাটাতনে অন্ধকার রাত্রিতে লণ্ঠন আলোয় মিলিত হয়েছে তারা। এই দৃশ্যপটের ঈশ্বর ছাড়া কেউ সাক্ষী নেই। সাক্ষী থাকারও কথা নয়। রাতের অতৃপ্ত শরীর নিয়ে যদি না আরেক রমণী স্বামীর বিছানা ছেড়ে বার হয়ে আসতো।
লতার শরীর রাতের দিকে ভীষণ টাটায়। আজ বুলি নেই। ষষ্ঠীপদর সাথে কিছুক্ষণ আগেই মিলন কাল শেষ হয়েছে তার। ষষ্ঠীও যুবক, কিন্তু শম্ভুর মত নয়। পাঁচ মিনিটের খেলায় ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে তার স্বামী। এমন মুহুর্তে বড্ড বেশি রাগ হয় লতার। স্বামীটিকে অপদার্থ মনে হয়। ঘুমন্ত স্বামীর নৈকট্য ছেড়ে ও উঠে এসেছে বিছানায়। দূরে কালনাগিনীর পাড় হতে ওর দুয়ারেও বাতাস আসে। সেদিকেই ও মুখ করে বসেছিল। শম্ভুর ডিঙিতে আলো জ্বলছে। রাত তো এখন কম নয়। এত রাতে শম্ভু কি করে ওখানে। শম্ভুও কি তার মত নিঃস্ব শরীরে বাতাস খাওয়াচ্ছে? এভাবে কি ওরা কমিয়ে নিতে পারবে জ্বলন্ত উত্তাপ।