1953 থেকে 2023 পেরিয়ে, 2024 এসে পৌঁছলাম। 70+ বয়সে, দাড়িয়ে পিছন দিকে তাকালে; জীবনের অনেক ভুলভ্রান্তি চোখে পড়ে।
অনেক কথা, অনেক ব্যথা বেদনা, অনেক চরিত্র; চোখের সামনে ভিড় করে আসে। ঝরা পাতার মতো, অনেকেই হারিয়ে গেছে। কেউবা আবার, শুকনো পাতার মতো; বইয়ের ভাঁজে আটকে আছে। যেমন প্রসাদী ফুল, বেলপাতা রেখে দিতাম।
যৌবনের বড় অংশ টাই সত্তরের দশক, আশির দশকে কাটিয়েছি।জেন ওয়াইদের হয়তো তখন জন্মই হয়নি; কেউবা সদ্যোজাত। জেন জেড তখনো ভবিষ্যতের গর্ভে।
ফেলে আসা জীবনের কিছু ঝলক তুলে ধরতে চাই আপনাদের কাছে।
শুরু করতে চলেছি,
অনেক কথা, অনেক ব্যথা বেদনা, অনেক চরিত্র; চোখের সামনে ভিড় করে আসে। ঝরা পাতার মতো, অনেকেই হারিয়ে গেছে। কেউবা আবার, শুকনো পাতার মতো; বইয়ের ভাঁজে আটকে আছে। যেমন প্রসাদী ফুল, বেলপাতা রেখে দিতাম।
যৌবনের বড় অংশ টাই সত্তরের দশক, আশির দশকে কাটিয়েছি।জেন ওয়াইদের হয়তো তখন জন্মই হয়নি; কেউবা সদ্যোজাত। জেন জেড তখনো ভবিষ্যতের গর্ভে।
ফেলে আসা জীবনের কিছু ঝলক তুলে ধরতে চাই আপনাদের কাছে।
শুরু করতে চলেছি,
আমার চোখে আমি
সময়ের পলিমাটির কারণে, তথ্যগত কিছু ভুল এসে যেতেই পারে। কোন কিছু নজরে পড়লে জানাবেন, আমি সংশোধন করে নেব।
আদর্শগত মতবিরোধ থাকতেই পারে। সেটা যেন কখনোই, শালীনতার সীমা লঙ্ঘন না করে।
দিনের শেষে, আলাদা মানুষ আমরা। প্রত্যেকটা মতামতই, একান্ত ভাবে ব্যক্তিগত।
সূচিপত্র


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)