01-01-2024, 01:31 AM
রসো বাছারা, রসো. এতো তাড়াহুড়ো করলে চলে. মানালি যখন বলেছে, দেবে. ও ওর বাচ্চা-স্বামী, ঘর-সংসার সামলে লেখালেখি করে থাকে. আর তাছাড়া এখানে লেখালেখি করে তো কোনো সান্মানিক মানে অর্থাগম হয় না. তবু এখানকার লিখিয়েরা ভালোবেসে লিখে থাকে. মানালি এমন তো নয় যে পুরো উধাও হয়ে যায়. আর অনেকসময় deadline meet করাটা সম্ভব হয়ে ওঠে না. তোমাদের পড়ার আগ্রহটা আমি অনুভব করতে পারি. তবু তাদের তো কিছুটা সময় দিতে হবে, তাই না. সবুরে মেওয়া ফলে, এতোটুকুই বলতে পারি.
সবাইকে ইংরেজী নতুন বর্ষের শুভেচ্ছা জানাই.