আমি আমার সকল পাঠকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি , গল্পের পরবর্তী পর্বের প্রকাশে অধিক বিলম্ব হওয়ায়। আমার ২২ তম পর্বটি লেখা প্রায় শেষ। এবার শুধু ফাইনাল এডিটিং-টা করতে হবে। আশা করবো , বছর শেষের আগেই আপনাদের অপেক্ষার অবসান ঘটাতে পারবো। আসলে ব্যস্ততার মাঝেও আমি আমার গল্পের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইস করতে অনিচ্ছুক। তাই পাঠকদের দাবী মেটাতে আমি দায়সাড়া ভাবে লেখা শেষ করতে পারিনা। এইজন্য আমার শ্রদ্ধেয় পাঠকরা আশাহত হয় , তা আমি জানি। তাই আপনাদের সকলের কাছেই নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করা ছাড়া আমার আর কিছু বলার অবকাশ নেই।
খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরছি। এইভাবেই পাশে থাকবেন ও ভালোবাসা দিতে থাকবেন।
খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে ফিরছি। এইভাবেই পাশে থাকবেন ও ভালোবাসা দিতে থাকবেন।



