29-12-2023, 08:09 AM
(29-12-2023, 01:09 AM)ray.rowdy Wrote:নকশাল আন্দোলন যখন চলছিলো তখন তো আপনারা সদ্যযুবক বা কৈশোর অতিক্রান্ত, আপনারা তো অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চন হতে দেখেছেন, জরুরী অবস্থা দেখেছেন. আপনারা এই বাজি বানাতেন !? বাজি নিজেরাই বানিয়ে নিতেন ? কিছু বলবেন এ সম্পর্কে. ওই দিনগুলো শুনেছি অনেক ভয়াবহ ছিলো.
জীবনের দেখার পাল্লা অনেকটাই ভারী। ১৯৬৭ এর প্রথম যুক্তফ্রন্ট; ১৯৬৯ এর দ্বিতীয় যুক্তফ্রন্ট। শহুরে নকশাল আন্দোলনের জন্ম এবং মৃত্যু। ১৯৭৭ এর বামফ্রন্টের জন্ম। ২০১১ই বামফ্রন্টের পতন।
চীন যুদ্ধের সময় অবশ্য বয়সটা কমই ছিল। তবুও কলকাতা শহরে ব্ল্যাক আউটের কথা মনে পড়ে।
জহরলাল নেহেরুর মৃত্যু আর লাল বাহাদুর শাস্তির মৃত্যুটা ভালই মনে আছে। সঞ্জয় গান্ধীর প্লেন এক্সিডেন্ট। দেহরক্ষীদের গুলিতে ইন্দিরা গান্ধীর মৃত্যু, বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী; এগুলো সবই চোখের সামনে ঘটেছে।
সিনেমা জগতে অমিতাভের উত্থান শুধু নয়, মহা তারকা রাজেশ খান্নার জন্মও দেখেছি। অভিনেতা মিঠুনের আগের নকশাল মিঠুন কে দেখেছি।
বলতে শুরু করলে শেষ হবেনা।