28-12-2023, 07:47 AM
বড়দিন আর ফোর্থ সাটারডে উপলক্ষে, পরপর তিনদিন ছুটি। শুক্রবার রাতের ফ্লাইটে, সুমিতা আর রাজ উড়ে গেল কলকাতায়। অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি। টেলিফোনে কথা বলে কি আর মন ভরে। ওদিকে কলির পরীক্ষা শেষ হয়ে গেছে। ওকে এবার শিলিগুড়িতে নিয়ে আসতে হবে।