28-12-2023, 02:06 AM
2
দিয়ার কলেজের ছুটি হয়েছে, আমিও অফিস থেকে ছুটি নিয়েছি।
জ্বানালার পাশে দিয়া কে নিয়ে বসেছে রেশমি। আমি তার পাশেই। আমাদের সামনে আারো দুইটা সিটে বয়স্ক মহিলা বসেছে।
রেশমি আমার বউ। ওর বয়সটা ২৯ এর মতো হবে। দেখতে অনেক সুন্দর। আার আমি অভিক বয়স ৩৪ এর মতো। আার আমার মেয়ের বয়স ৬ বছর।
আমাদের এই ট্রেন জার্নির গন্তব্য হলো কুড়িগ্রামের সেই মফস্বল গ্রাম 'ভাওয়াল'
বুক টা ধক্ ধক্ করছে যতই গন্তব্যের কাছে যাচ্ছি ততই।
আমি এতো দিনেও স্বাভাবিক হতে পারি নি অথবা বিষয় টা নিতে পারি নি।
আমি রেশমির সামনে এমন ব্যবহার করি যেন মনে হয় আমি সব কিছু মেনে নিতে পেরেছি। কিভাবে একটি স্বামী তার সুন্দর বউটাকে এক শয়তানের হাতে ছেড়ে দিয়ে স্বাভাবিক থাকতে পারে! উত্তর জানা নেই। উত্তর জানা থাকলে হয়তো আমি স্বাভাবিক থাকতে পারতাম, বুকের ভিতর এই রকম কষ্ট অনুভব হতো না।
রেশমি গতকাল নিউমার্কেটে গিয়েছিল ওর সেই মাস্টার মশাই ও চাঁচির এর জন্য কিছু কিনতে। আমি জানি না কি কি কিনেছে। আমি তখন অফিসে ছিলাম।
মাস্টার মশাই এর পরিচয় টা দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে মানুষ টা কেমন
নাম তার ফটিক মাস্টার
বয়স বেশি হবে না, তাও ৫১-৫২ বছর হবে।
সেই হিসাবে চাচি বেশি বয়স্ক। কারন চাচি ছিলেন মাস্টার মশাই এর সম্পর্কে ভাবি। মাস্টার মশাই এর বড় ভাই মারা গেলে ভাবির সাথেই বিয়া হয়।
ট্রেন টা আস্তে আস্তে থামতে শুরু করেছে, আগের ভয়টা আবার ফিরে এসেছে,
বড় ব্যাগটা হাতে নিয়ে আমি প্রথমে নামলাম, আার রেশমি দিয়াকে নিয়ে নামলেন।
হঠাত্ করে চমকে উঠলাম, যখন ই দিয়া দাদু ভাই বলে চিৎকার করে ওঠেছে,
দেখলাম ফটিক মাস্টার ওরে কোলে নিলো, আার আমার দিকে তাকি একটা শয়তানি হাসি দিয়ে আমার সুন্দরী বউটার উপর নজর দিলো।
আমার বউটা মানুষটার কাছে এসে, বললো
- কেমন আছেন, চাচি কেমন আছে?
- সবাই ভালো, এসো এসো ফজলু গরুর গাড়ি নিয়ে কখন থেকে অপেক্ষা করছে,
কথা গুলো বলতে বলতে, আমার বউটার এক হাত ধরে নিয়ে যেতে লাগলো,
আমার বউ আমার দিকে তাকিয়ে শুধু বললো, তারাতাড়ি এসো অভি
আমরা তিনজন ভিতরে ছোট নৌকার মতো ছাওয়ার নিচে বসলাম, আার মাস্টার মশাই আার চালক সামনে বসেছেন।
মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে চলছে গরুর গাড়ি, সন্ধ্যা নেমে এসেছে, শীত করছে খুব, মাঝে মাঝে হাওয়া বয়ে যাচ্ছে। ঢাকাতে থাকতে শীতের কোনো স্পর্শ পাইনি আমরা,
মাস্টার মশাই এর রঙ লেগেছে মনে, গান গাইতেছিলেন, আবার পিছনে তাকিয়ে দিয়ার সাথে মজা করছিলো, আর পরিশেষে আমার মিষ্টি বউটার দিকে কেমন ভাবে তাকিয়ে থেকে আবার সামনে তাকান,
দিয়ার কলেজের ছুটি হয়েছে, আমিও অফিস থেকে ছুটি নিয়েছি।
জ্বানালার পাশে দিয়া কে নিয়ে বসেছে রেশমি। আমি তার পাশেই। আমাদের সামনে আারো দুইটা সিটে বয়স্ক মহিলা বসেছে।
রেশমি আমার বউ। ওর বয়সটা ২৯ এর মতো হবে। দেখতে অনেক সুন্দর। আার আমি অভিক বয়স ৩৪ এর মতো। আার আমার মেয়ের বয়স ৬ বছর।
আমাদের এই ট্রেন জার্নির গন্তব্য হলো কুড়িগ্রামের সেই মফস্বল গ্রাম 'ভাওয়াল'
বুক টা ধক্ ধক্ করছে যতই গন্তব্যের কাছে যাচ্ছি ততই।
আমি এতো দিনেও স্বাভাবিক হতে পারি নি অথবা বিষয় টা নিতে পারি নি।
আমি রেশমির সামনে এমন ব্যবহার করি যেন মনে হয় আমি সব কিছু মেনে নিতে পেরেছি। কিভাবে একটি স্বামী তার সুন্দর বউটাকে এক শয়তানের হাতে ছেড়ে দিয়ে স্বাভাবিক থাকতে পারে! উত্তর জানা নেই। উত্তর জানা থাকলে হয়তো আমি স্বাভাবিক থাকতে পারতাম, বুকের ভিতর এই রকম কষ্ট অনুভব হতো না।
রেশমি গতকাল নিউমার্কেটে গিয়েছিল ওর সেই মাস্টার মশাই ও চাঁচির এর জন্য কিছু কিনতে। আমি জানি না কি কি কিনেছে। আমি তখন অফিসে ছিলাম।
মাস্টার মশাই এর পরিচয় টা দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে মানুষ টা কেমন
নাম তার ফটিক মাস্টার
বয়স বেশি হবে না, তাও ৫১-৫২ বছর হবে।
সেই হিসাবে চাচি বেশি বয়স্ক। কারন চাচি ছিলেন মাস্টার মশাই এর সম্পর্কে ভাবি। মাস্টার মশাই এর বড় ভাই মারা গেলে ভাবির সাথেই বিয়া হয়।
ট্রেন টা আস্তে আস্তে থামতে শুরু করেছে, আগের ভয়টা আবার ফিরে এসেছে,
বড় ব্যাগটা হাতে নিয়ে আমি প্রথমে নামলাম, আার রেশমি দিয়াকে নিয়ে নামলেন।
হঠাত্ করে চমকে উঠলাম, যখন ই দিয়া দাদু ভাই বলে চিৎকার করে ওঠেছে,
দেখলাম ফটিক মাস্টার ওরে কোলে নিলো, আার আমার দিকে তাকি একটা শয়তানি হাসি দিয়ে আমার সুন্দরী বউটার উপর নজর দিলো।
আমার বউটা মানুষটার কাছে এসে, বললো
- কেমন আছেন, চাচি কেমন আছে?
- সবাই ভালো, এসো এসো ফজলু গরুর গাড়ি নিয়ে কখন থেকে অপেক্ষা করছে,
কথা গুলো বলতে বলতে, আমার বউটার এক হাত ধরে নিয়ে যেতে লাগলো,
আমার বউ আমার দিকে তাকিয়ে শুধু বললো, তারাতাড়ি এসো অভি
আমরা তিনজন ভিতরে ছোট নৌকার মতো ছাওয়ার নিচে বসলাম, আার মাস্টার মশাই আার চালক সামনে বসেছেন।
মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে চলছে গরুর গাড়ি, সন্ধ্যা নেমে এসেছে, শীত করছে খুব, মাঝে মাঝে হাওয়া বয়ে যাচ্ছে। ঢাকাতে থাকতে শীতের কোনো স্পর্শ পাইনি আমরা,
মাস্টার মশাই এর রঙ লেগেছে মনে, গান গাইতেছিলেন, আবার পিছনে তাকিয়ে দিয়ার সাথে মজা করছিলো, আর পরিশেষে আমার মিষ্টি বউটার দিকে কেমন ভাবে তাকিয়ে থেকে আবার সামনে তাকান,