27-12-2023, 08:19 PM
(09-12-2023, 11:43 PM)Henry Wrote: রমা বললে---নিছক একটা বিয়ের নাটক করা যায় না? এখানে কোনো মন্দিরে? দেখো ভাই, আমার ছেলেটাকে নিয়ে আমি চিন্তিত। ওকে শুধু সুস্থ করে দাও।এখানেই গল্পের মোড় ঘুরে গেল
শম্ভু সত্যিই একটু লজ্জিত বোধ করল। সে ভীমনাগ বেদের ছেলে হয়েও একজন অসহায় মহিলার সাপে কাটা সন্তানকে বাঁচাতে তাকে দ্বিধাজীর্ণ হতে হচ্ছে। বললে---দিদিমণি, বে একটা নিয়ম আছে, সে কি কইরে হবে। আপনি হইলেন বে করা অন্যের বউ। মাস্টার বাবুর বউটা আছেন আপনি। মন্দিরে পুরুত ডাইকে বে কইরা ঠিক লয়।