27-12-2023, 12:26 PM
মনোময় সেন @ মনু,
চিকনির খুড়তুতো ভাই।
একটু মস্তান টাইপের।
বয়স যাই হোক না কেন, দাদাদের পেছনে ঘুরে,
ভোটের কার্ড একখানা বানিয়ে নিয়েছে।
তারমানেই প্রাপ্তবয়স্ক।
এদিকে ফেল করতে করতে,
এই সবে, মাধ্যমিক পার করে;
এগারো ক্লাসে ভর্তি হয়েছে।
দেখতে এমন; মেয়েদের সঙ্গে পারলে, মায়েরাও লাইন লাগায়।