26-12-2023, 02:16 PM
অবশেষে মিলন, একদম বাস্তবতা সমৃদ্ধ আপডেট। রমার দিদিমণি সুলভ আচরণ, শম্ভুর শিশুসুলভ সরল আচরণ, গল্পটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা গল্প পড়ার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। একটা জিনিস লক্ষ্য রাখবেন, রমা যেন লাজলজ্জা ভুলে নিজেকে সম্পূর্ণরুপে শম্ভুর কাছে বিলিয়ে না দেয়। শম্ভুকে সে যেমন স্নেহ করবে, তেমন শাসনও করবে।
ভালো থাকবেন দাদা।
ভালো থাকবেন দাদা।