26-12-2023, 01:10 AM
খুবই সুন্দর হয়েছে। এই গল্পটার এই ধরণের একটা খুবই সুন্দর পর্বে সমাপ্তি deserve করে। প্রত্যেক পাঠক-পাঠিকারই যে কোনো পড়া গল্প নিয়ে নিজের নিজের মতামত রয়েছে। লেখিকা, গল্প যদি আরো এগিয়ে নিয়ে যেতে চাও, তোমায় অনুরোধ যদি, এবং একমাত্র যদি, এমন কিছু ভাবতে পারো যে পরবর্তী অংশ এই গল্পের কাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ ও পুরোপুরি ন্যায়বিচার করবে, শুধুমাত্র লেখা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়সারাগোছের লেখা, তাহলে লেখো না। There is no point in dragging a very good story endlessly, only for the sake of continuing it. Better to stop at an early justified point with a very good climax. And do not restrict yourself as a one-story or two-story wonder. তুমি যখন এতোটা লিখতে পারো, তার মানে এর থেকেও আরো ভালো লিখতে পারো।
উপরের কথাগুলো বলার পরেও বলা যেতে পারে, এই গল্পে এমন সম্ভাবনা-সুযোগ প্রচুর রয়েছে যেখান থেকে অন্য কোনো গল্প টানা যেতে পারে। এই গল্পে সোহিনী-অম্লানের কথা বলা হয়েছে; বড় বউ আর শ্বশুরের মধ্যেও কোনো রসায়ন থাকতে পারে এটাও একটা সম্ভাবনা হতে পারে - বড়ো ছেলে তো আর সারাদিন বাড়ীতে থাকে না, তো অনেক কিছুই ওর অনুপস্থিতিতে হওয়া সম্ভব, যা ওর জানার অতীত। আবার শ্বাশুড়ি ভক্তিপরায়না; কেন? কোনো কারণ রয়েছে কি? এতোটা ধর্মেকর্মে নিজেকে ডুবিয়ে রাখার? সব অতীতই কি সুন্দর? Going back in time and unearth some deeply buried secrets could be a very good prospect. তাদের অর্থনৈতিক অবস্থা আগে খুব একটা ভালো ছিলো না, শ্বশুরমশাই কঠোর পরিশ্রম করে ষ্টুডিওটা দাঁড় করিয়েছেন এবং চালিয়েছেন। অনেক কঠিন সময়ের হয়তো মুখোমুখি হয়েছে। আর্থিক অভাব-অনটন হয়তো একসময় সঙ্গী ছিলো। সেখানেও এখনও পর্যন্ত কোনো অনুল্লিখিত চরিত্রের দাতা কর্ণ হিসেবে গল্পের কাহিনীতে প্রবেশ হতেই পারে, সে নায়ক-খলনায়ক দুইই হতে পারে, তাদের পরিবারের অতীতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যা হোক, অনেক কয়টি সম্ভবনারই সুযোগ রয়েছে।
তাই অতসী তোমায় বলবো, তুমি যদি খুবই সুসংবদ্ধ কাহিনী, mean to say a well-knit one, নিয়ে আসতে পারো, তবেই হাত দাও, নাহলে এই সুন্দর গল্পটাকে নিয়ে খুব-একটা টানা-হ্যাঁচড়া করার মানে নেই। Instead, come up with a fresh new story. আর যদি সোহিনীদের পরিবারের কোনো নতুন পর্ব বলার থাকবে, সেটা তুমি যে কোনো সময়েই শুরু করতে পারো, তুমি already base set up করে রেখে দিয়েছো।
আবারও, খুব সুন্দর হয়েছে। আর ভালো লেখা পড়ার আশা রাখি। শুভেচ্ছা রইলো।