25-12-2023, 12:56 PM
আমি আস্তে আস্তে দেওয়ালে কান রাখলাম। টিনের ঘর তাই খুব সহজেই পাশের ঘরের কথা বার্তা শুনা যায়। প্রায় মিনিট পাঁচেক কান দিয়ে রাখলাম। কিন্তু মা-বাবার মধ্যে কোন কথা হল না।কানটা উঠিয়ে ফেলতে নিবো ঠিক তখনও শুনতে পেলাম মায়ের গলার আওয়াজ।
মা- তোমার কি কিছু লাগবে?
আমি বুঝতে পারলাম মা আসলে ঘাপাঘাপের কথা বলছে।
বাবা- কি লাগবে? এক মাস কোন খোঁজ খবর নেও নাই। এখন কি লাগবে না লাগবে তা ভাবার দরকার নাই।
মা- আচ্ছা। আমি তোমার কাছে ক্ষমা চাই। এখন কাছে আসো। এতোদিন তোমার আদর অনেক মিস করেছি।
বাবা- আমার আদরের কোন দরকার নাই। এতদিন যেসব নাগরের আদর নিসিস ওদের কাছে যাও।
মা (কান্নার স্বরে)- তুমি কি বলতেছো এগুলো।
বাবাকে আর কোন কথার জবাব দিতে শুনলাম।একটু পরে বাবার নাক ডাকার আওয়াজ শুনলাম।
আমার বাবার উপর অনেক রাগ হওয়া শুরু করলো।মা নিজে থেকে সব ঠিক করে নিতে চাইছে যখন,ওনার রাগ করে থাকার কোন কারণ দেখি না।তবে এতটুকু বুঝলাম আমার রাগী মা কালকে এইসবের ঝাঁঝ সব আমাদের দুই ভাই বোনের উপর দিয়ে যাবে।
সকালবেলা কলেজে যাওয়ার সময় দেখলাম মা তখনও ঘুম থেকে উঠে নি।এটা আমার দেখা খুবই অস্বাভাবিক ঘটনা। আমি ছোটবেলা থেকে দেখে আসছি মা খুব ভোরে উঠে ফজর নামাজ পরে নিজ হাতে আমাদের জন্য নাস্তা রেডি করে। মায়ের রুমে নক করে ভেতরে ঢুকলাম। মা সজাগই রয়েছে, শুধু বিছানায় শুয়ে শুয়ে কিছু একটা চিন্তা করছে।
আমি-মা শরীর খারাপ?
মা হচকিয়ে উঠে। মা- না বাবা। সাবধানে কলেজে যাও। আর বাজারে দোকান থেকে কিছু খেয়ে নিও।
কলেজে যাওয়ার পথে শিরিনকে বললাম, "মা এত বেলা পর্যন্ত শুয়ে আছে। শরীর টরির আবার খারাপ করলো নাকি।" শিরিন বললো না,"আম্মুর আসলে মন খারাপ। এজন্য শুয়ে আছে। কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে।"
লাঞ্চ ব্রেকের পরে আর ক্লাশ করলাম না। ভাবলাম যাই মাকে যেয়ে কিছুক্ষণ সময় দেই। বাসায় যেয়ে পুরো বারিতে মায়ের কোন সারা শব্দ পেলাম না।শোবার ঘরে দুই তিনবার নক করার পরেও কোন আওয়াজ না পেয়ে ভেতরে ঢুকে গেলাম।
ভেতরে ঢুকে অবাক বনে গেলাম। মা এই দুপুর অব্দি ঘুমাচ্ছে। পুরো বিছানা চাদর এলোমেলো হয়ে আছে।মনে হচ্ছে কেউ বিছানা চাদরটা দুমরে মুচরে ফেলেছে।সবচেয়ে বড় কথা মায়ের শরীরে শুধু পেটকোট আর ব্লাউজ। পেটিকোটটার ফিতা খোলা। নাভির দুই ইঞ্চি নিচে কোনরকমে কোমরের সাথে আটকে আছে। ব্লাঊজের বোতামও উপর থেকে দুটো খোলা। শাড়িটা পায়ের কাছে মাটিতে পরে আছে। তার থেকে একটু দূরে একটা কালো পেন্টি। বোঝাই যাচ্ছে কেউ খাটের উপর থেকে ছুঁড়ে মেরেছে।
আচ্ছা সকালে তো মা শাড়ি পরাই ছিলো। হঠাৎ করে এমন কি হলো? বাবা কি বাসায় এসেছিল? তখন মা-বাবার মধ্যে ইন্টিমেট কিছু হয়েছে? হাজারটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
মা- তোমার কি কিছু লাগবে?
আমি বুঝতে পারলাম মা আসলে ঘাপাঘাপের কথা বলছে।
বাবা- কি লাগবে? এক মাস কোন খোঁজ খবর নেও নাই। এখন কি লাগবে না লাগবে তা ভাবার দরকার নাই।
মা- আচ্ছা। আমি তোমার কাছে ক্ষমা চাই। এখন কাছে আসো। এতোদিন তোমার আদর অনেক মিস করেছি।
বাবা- আমার আদরের কোন দরকার নাই। এতদিন যেসব নাগরের আদর নিসিস ওদের কাছে যাও।
মা (কান্নার স্বরে)- তুমি কি বলতেছো এগুলো।
বাবাকে আর কোন কথার জবাব দিতে শুনলাম।একটু পরে বাবার নাক ডাকার আওয়াজ শুনলাম।
আমার বাবার উপর অনেক রাগ হওয়া শুরু করলো।মা নিজে থেকে সব ঠিক করে নিতে চাইছে যখন,ওনার রাগ করে থাকার কোন কারণ দেখি না।তবে এতটুকু বুঝলাম আমার রাগী মা কালকে এইসবের ঝাঁঝ সব আমাদের দুই ভাই বোনের উপর দিয়ে যাবে।
সকালবেলা কলেজে যাওয়ার সময় দেখলাম মা তখনও ঘুম থেকে উঠে নি।এটা আমার দেখা খুবই অস্বাভাবিক ঘটনা। আমি ছোটবেলা থেকে দেখে আসছি মা খুব ভোরে উঠে ফজর নামাজ পরে নিজ হাতে আমাদের জন্য নাস্তা রেডি করে। মায়ের রুমে নক করে ভেতরে ঢুকলাম। মা সজাগই রয়েছে, শুধু বিছানায় শুয়ে শুয়ে কিছু একটা চিন্তা করছে।
আমি-মা শরীর খারাপ?
মা হচকিয়ে উঠে। মা- না বাবা। সাবধানে কলেজে যাও। আর বাজারে দোকান থেকে কিছু খেয়ে নিও।
কলেজে যাওয়ার পথে শিরিনকে বললাম, "মা এত বেলা পর্যন্ত শুয়ে আছে। শরীর টরির আবার খারাপ করলো নাকি।" শিরিন বললো না,"আম্মুর আসলে মন খারাপ। এজন্য শুয়ে আছে। কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে।"
লাঞ্চ ব্রেকের পরে আর ক্লাশ করলাম না। ভাবলাম যাই মাকে যেয়ে কিছুক্ষণ সময় দেই। বাসায় যেয়ে পুরো বারিতে মায়ের কোন সারা শব্দ পেলাম না।শোবার ঘরে দুই তিনবার নক করার পরেও কোন আওয়াজ না পেয়ে ভেতরে ঢুকে গেলাম।
ভেতরে ঢুকে অবাক বনে গেলাম। মা এই দুপুর অব্দি ঘুমাচ্ছে। পুরো বিছানা চাদর এলোমেলো হয়ে আছে।মনে হচ্ছে কেউ বিছানা চাদরটা দুমরে মুচরে ফেলেছে।সবচেয়ে বড় কথা মায়ের শরীরে শুধু পেটকোট আর ব্লাউজ। পেটিকোটটার ফিতা খোলা। নাভির দুই ইঞ্চি নিচে কোনরকমে কোমরের সাথে আটকে আছে। ব্লাঊজের বোতামও উপর থেকে দুটো খোলা। শাড়িটা পায়ের কাছে মাটিতে পরে আছে। তার থেকে একটু দূরে একটা কালো পেন্টি। বোঝাই যাচ্ছে কেউ খাটের উপর থেকে ছুঁড়ে মেরেছে।
আচ্ছা সকালে তো মা শাড়ি পরাই ছিলো। হঠাৎ করে এমন কি হলো? বাবা কি বাসায় এসেছিল? তখন মা-বাবার মধ্যে ইন্টিমেট কিছু হয়েছে? হাজারটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।