24-12-2023, 07:50 AM
সেদিন দাদার এভাবে চলে যাবার পর থেকে মাকে প্রায়ই কাঁদতে দেখতাম৷ তবে মা খুবই শক্ত ধাচের মহিলা ছিলেন, ঠিকই সামলে নিলেন নিজেকে৷ অনেক দিন দাদা আর মায়ের মধ্যে কোন যেগাযোগ ছিল না৷
মা আর দাদার মধ্যে কি হয়েছিল তা অনেক পরে জেনেছি৷ দাদা যখন মাকে নিয়ে জলপাইগুড়ি গিয়ে ওর বাসায় ওঠেন, সেখানে গিয়ে মা আরেকটি মেয়েকে দেখতে পান। মেয়েটির নাম মলি রায়৷ জলপাইগুড়ির কোন এক হাসপাতালের নার্স। দাদা মেয়েটিকে দেখে মার সামনে খুবই বিব্রতবোধ করেন৷ দাদা মেয়েটির কাছে মাকে ওর দিদি বলে পরিচয় করিয়ে দেন৷ মেয়েটি মায়ের পরিচয় পেয়ে মায়ের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে৷মেয়েটি মাকে জানায় দাদা আর ওর প্রনয়ের কথা। মেয়েটি মায়ের কাছে জানতে চায় আপনার ভাই মাঝে মধ্যে কিছু না বলে কোথায় উধায় হয়ে যায় বলুন তো। মা বলেছিলেন আর কখনো উধাও হবে না, তোমরা বিয়ে করে নাও৷
মেয়েটি চলে গেলে মা আর দাদার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়৷ দাদা সব অস্বীকার করতে চাইলেন৷ মা দাদার কাছে কোন কৈফিয়ত চাইলেন না৷ পরে মা জেনেছিলেন পুরো জলপাইগুড়ি শহরের অনেকেই জানে নার্স মলি রায়ের সাথে দাদার প্রেমের কথা।
মা যতদিন জলপাইগুড়ি ছিলেন, দাদা মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মা নিজের ভবিষ্যতের কথা ভেবে দাদাকে মেয়েটিকে বিয়ে করতে বললেন৷ মা দাদাকে তখনো ক্ষমা করতে পারেননি।
দাদার এভাবে চলে যাবার পর বেশ কমাস কেটে গেল। একদিন দেখলাম মা একটি চিঠি পড়ছেন৷ নিশ্চই দাদার চিঠি৷ মাকে অনেকদিন পর হাসিখুশি দেখাচ্ছিল আগের মত৷ বুঝলাম ওদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হয়েছে৷
মা আর দাদার মধ্যে কি হয়েছিল তা অনেক পরে জেনেছি৷ দাদা যখন মাকে নিয়ে জলপাইগুড়ি গিয়ে ওর বাসায় ওঠেন, সেখানে গিয়ে মা আরেকটি মেয়েকে দেখতে পান। মেয়েটির নাম মলি রায়৷ জলপাইগুড়ির কোন এক হাসপাতালের নার্স। দাদা মেয়েটিকে দেখে মার সামনে খুবই বিব্রতবোধ করেন৷ দাদা মেয়েটির কাছে মাকে ওর দিদি বলে পরিচয় করিয়ে দেন৷ মেয়েটি মায়ের পরিচয় পেয়ে মায়ের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে৷মেয়েটি মাকে জানায় দাদা আর ওর প্রনয়ের কথা। মেয়েটি মায়ের কাছে জানতে চায় আপনার ভাই মাঝে মধ্যে কিছু না বলে কোথায় উধায় হয়ে যায় বলুন তো। মা বলেছিলেন আর কখনো উধাও হবে না, তোমরা বিয়ে করে নাও৷
মেয়েটি চলে গেলে মা আর দাদার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়৷ দাদা সব অস্বীকার করতে চাইলেন৷ মা দাদার কাছে কোন কৈফিয়ত চাইলেন না৷ পরে মা জেনেছিলেন পুরো জলপাইগুড়ি শহরের অনেকেই জানে নার্স মলি রায়ের সাথে দাদার প্রেমের কথা।
মা যতদিন জলপাইগুড়ি ছিলেন, দাদা মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মা নিজের ভবিষ্যতের কথা ভেবে দাদাকে মেয়েটিকে বিয়ে করতে বললেন৷ মা দাদাকে তখনো ক্ষমা করতে পারেননি।
দাদার এভাবে চলে যাবার পর বেশ কমাস কেটে গেল। একদিন দেখলাম মা একটি চিঠি পড়ছেন৷ নিশ্চই দাদার চিঠি৷ মাকে অনেকদিন পর হাসিখুশি দেখাচ্ছিল আগের মত৷ বুঝলাম ওদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হয়েছে৷